ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

’৫০ সালে দেশ পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৮, ১৩ জানুয়ারি ২০১৭

’৫০ সালে দেশ পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চলতি বছরে সরকার আরও ১৬ টি ফেরি নির্মাণের কাজ হাতে নিয়েছে। নির্মাণ শেষ হলে অচিরেই ফেরিগুলো দেশের বিভিন্ন নৌরুটে যোগাযোগ রক্ষার কাজে লাগানো হবে। বিগত বিএনপি জোট সরকার ক্ষমতায় থেকে একটি ফেরিও ক্রয় করেনি। তিনি বৃহস্পতিবার দুপুরে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির পুনবার্সনকৃত ফেরি কুমিল্লার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়রপার্সন খালেদা জিয়াকে মিথ্যাচারী আখ্যায়িত করে মন্ত্রী আরও বলেন, তিনি মুখে যে গণতন্ত্রের কথা বলছেন, তিনি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ? হত্যা, গুম, মানুষ পুড়িয়ে মারা, বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এটা কি গণতন্ত্র ? তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে কিভাবে এখন গণতন্ত্রের কথা বলেন। তাই কোন অদক্ষ চালক দিয়ে দেশ চলালে দেশের অবস্থা কি হবে সেটা বুঝতেই পারছেন। এখন দেশ একজন দক্ষ মানুষের হাত দিয়ে উন্নয়নের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি আগামী ২০৫০ সালে আমাদের দেশ পশ্চিমা দেশগুলাকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ১৫ জানুয়ারি চালু হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নতুন ফেরিঘাট। আর এই পথটি শুরু হলে দুই পারের দূরুত্ব কমে যাবে প্রায় সাত কিলোমিটার। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞান রঞ্জন শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ। হাজীগঞ্জে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১২ জানুয়ারি ॥ হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৈশাদ গ্রামের সরদার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি বসতঘর, ৭টি পাকঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং পাঁচটি গরু আংশিক পোড়ে। তবে অগ্নিকা-ে কেউ হতাহত হয়নি। বুধবার রাত ১টার দিকে ওই বাড়ির মোহাম্মদ আলীর ঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মোঃ তালেব বলেন, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, জেলার রাণীশংকৈল উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে বুধবার রাতে এক অগ্নিকা-ে বৈদ্যনাথের মুদিখানা দোকানসহ আশপাশের কয়েকটি দোকান পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তে তা বৈদ্যনাথের মুদিখানা দোকানসহ আশপাশের কয়েকটি দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ডোমারে সোয়েটার কারখানা স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ অগ্নিকাণ্ডে ‘এসটি’ নামের একটি ক্ষুদ্র সোয়েটার কারখানা পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ডোমার উপজেলায় বড়রাউতা মাদ্রাসাপাড়া এলাকার ওই সোয়েটার কারখানায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা কাজে যোগদান করার পূর্বেই হঠাৎ করে সোয়েটার কারখানায় আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস এসে আগুন নেভার আগেই সোয়েটার কারখানার ৭৫টি ছোট-বড় মেশিন, ৫০০ তৈরি সোয়েটার, সোয়েটার তৈরির সুতা পুড়ে ছাই হয়। বঙ্গবন্ধু গবেষণা ও প্রকাশনা পরিষদের নতুন কমিটি বঙ্গবন্ধু গবেষণা ও প্রকাশনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নূরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় আলহাজ নাছির উল্লাহ ভূইয়াকে সভাপতি ও এ্যাডভোকেট মুখলেছুর রহমান পাটওয়ারীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি
×