ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে বন্দোবস্ত ব্যাহতের আশঙ্কা

ভূমিহীনদের তালিকা কার্যক্রম ঝুলে আছে

প্রকাশিত: ০৩:৫৬, ১৩ জানুয়ারি ২০১৭

ভূমিহীনদের তালিকা কার্যক্রম ঝুলে আছে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ইউনিয়ন পরিষদগুলো উদ্যোগ না নেয়ায় রাঙ্গাবালী উপজেলায় প্রকৃত ভূমিহীনদের তালিকা করার কার্যক্রম ঝুলে আছে। এতে করে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত দেয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে মাত্র দুই ইউনিয়নে ভূমিহীনদের তালিকার জন্য ফরম বিতরণ ও আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হলেও অপর তিন ইউনিয়নে এখন পর্যন্ত এ কাজ শুরু হয়নি। অথচ আবেদন গ্রহণের মেয়াদ এরইমধ্যে ১১ দিন কেটে গেছে। বাকি আছে মাত্র ২০ দিন। এ অল্প সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা, এনিয়ে সংশয় রয়েছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বরে রাঙ্গাবালী উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় প্রকৃত ভূমিহীনদের তালিকা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভূমিহীনদের নির্ধারিত ফরমে আবেদন নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে একই কার্যালয়ে জমা দেয়ার কথা রয়েছে। ভুক্তভোগীরা জানান, উপজেলার বড়বাইশদিয়া এবং চালিতাবুনিয়া ইউনিয়নে ভূমিহীনদের মাঝে ফরম বিতরণ শুরু হলেও বুধবার পর্যন্ত রাঙ্গাবালী, চরমোন্তাজ ও ছোটবাইশদিয়া ইউনিয়ন এ কার্যক্রম শুরু করা হয়নি। অনেকেই জানে না এ কার্যক্রম কবে শুরু এবং শেষ হবে। এছাড়া, ফরম সংগ্রহ ও আবেদন জমা ইউনিয়ন ভূমি কার্যালয়ে হওয়ার কথা থাকলেও পুরো কার্যক্রম এখন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ন্ত্রণে। চরমোন্তাজ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হামিদুল হক বাচ্চু এ বিষয়ে বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমেই ভূমিহীনদের আবেদন কার্যক্রম শুরু করা হবে। এজন্য চেয়ারম্যান ও মেম্বরদের কাছে ফরম পৌঁছে দেয়া হবে। তাদের কাছ থেকে ভূমিহীনরা ফরম সংগ্রহ করবে। রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, চেয়ারম্যান এলাকায় নেই। তাই কার্যক্রম ঝুলে আছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) এবিএম সাদিকুর রহমান বলেন, পয়লা জানুয়ারি থেকে ভূমিহীনদের আবেদন ফরম পাওয়ার কথা। কিন্তু কেন পাচ্ছে না, এটি খোঁজ নিয়ে দেখা হবে।
×