ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের দুটি সড়কে নিত্যদিন যানজট ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৩:৫৫, ১৩ জানুয়ারি ২০১৭

না’গঞ্জের দুটি সড়কে নিত্যদিন যানজট ॥ চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) নামে দুটি মহাসড়কে এখন নিত্যদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিদিনই উভয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারণসহ বিভিন্ন মালবাহী যানবাহনের চালক। কাগজপত্র দেখার নামে পরিবহন থেকে চাঁদা আদায়, অহেতুক যানবাহনে রেকার লাগানো, সড়কে বড় বড় গর্ত, ফুটপাত ও ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজের মালামাল আনা-নেয়ার কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় পরিবহন শ্রমিকদের। এছাড়া ফ্লাইওভার নির্মাণ কাজে দিনরাত ধুলাবালিতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। ধুলাবালির কারণে স্থানীয় জনগণ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে সোমবার-মঙ্গলবার বৃহত্তর গাউছিয়া পাইকারী কাপড়ের বাজার ও বৃহস্পতিবার গোলাকান্দাইল গরুর হাটের জন্য এখন প্রায় সময়ই ওই দুই মহাসড়কে যানজটের ভয়াবহতা বেড়ে যাচ্ছে। তবে পুলিশ জানায়, দুটি মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে ট্রাফিক পুলিশের এক জন সার্জেন্টসহ তিন জন পুলিশ সদস্য ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একজন এসআইসহ তিন জন পুলিশ সদস্য দেয়া হয়েছে। আর এদের নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের এক জন ইন্সপেক্টর। অল্প কিছুসংখ্যক পুলিশ সদস্যর কারণে যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। আবার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। দুটি সড়কেই যানবাহনের চাপ অনেক বেশি। তাই দুটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয় এবং যানজট সৃষ্টি হয়ে যায়। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রশস্ত হলেও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি প্রশস্ত অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কোন প্রকার যানবাহন বিকল হয়ে পড়লেই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গোলাকান্দাইল-কাঞ্চন, কুড়িল বিশ^রোড ও কালিগঞ্জ সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন প্রাইভেটকার ও লেগুনা চলাচল করছে। আর ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহনযোগে অতিরিক্ত ভাড়ায় চলাচল করছে যাত্রীসাধারণ। এসব লক্কড়-ঝক্কড় যানবাহনগুলো প্রায় সময়ই সড়কে বিকল হয়ে পড়ছে। এতে করে যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে। মাসিক মাসোহারার কারণে অনুমোদনবিহীন এসব যানবাহনে রেকার লাগানো হয়না।
×