ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. মোহাম্মদ জালাল বিএআরসি’র নতুন নির্বাহী চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৪৪, ১৩ জানুয়ারি ২০১৭

ড. মোহাম্মদ জালাল বিএআরসি’র নতুন নির্বাহী চেয়ারম্যান

দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী কৃষিবিদ ড. মোহাম্মদ জালাল উদ্দীন সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান পদে যোগদান করেছেন। তিনি তার পূর্বসূরি ড. আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হন। কৃষিবিদ ড. মোহাম্মদ জালাল উদ্দীন ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুর এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে ২০১২ সালে পদোন্নতিপ্রাপ্তির পর তিনি বিভিন্ন মেয়াদে পরিচালক (গম গবেষণা কেন্দ্র), পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) এবং পরিচালক (গবেষণা) পদে দায়িত্বরত ছিলেন। তিনি বিএআরআই-এর জামালপুর, যশোর, চট্টগ্রাম, গাজীপুর, পাবনা, দিনাজপুরে আঞ্চলিক/উপ-আঞ্চলিক গবেষণা কেন্দ্রসমূহে চাকরিকালীন ভুট্টা, বার্লি, চিনা, কাউন, বিভিন্ন তেলবীজ ফসল, ডাল ফসল, গম এবং বিভিন্ন কন্দাল ফসলের ওপর গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। বিজ্ঞপ্তি সৌদি আরবে ২৪ ঘণ্টায় ব্যবসা সংক্রান্ত ভিসা সৌদি আরব বিদেশী বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা প্রদানের জন্য একটি নতুন পদ্ধতি চালু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উসামা নুগালি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। নতুন এ পদ্ধতিতে বিদেশী বিনিয়োগকারীরা একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মেশিনের সাহায্যে সৌদি আরবের ভিসা পাচ্ছেন। ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য নতুন এ ভিসার পদ্ধতিটি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। -বাসস আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দরে স্বর্ণ আন্তর্জাতিক বাজারে এক মাসেরও বেশি সময়ে সর্বোচ্চ দরে পৌঁছেছে স্বর্ণ। গত মঙ্গলবার এক আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ১৮৮ ডলার। এর আগের কার্যদিবস থেকে যা শূন্য দশমিক ৬ শতাংশ বেশি। বিশ্ব অর্থনীতি, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, পূর্বাভাস, বাজারে ডলারের অবস্থানসহ নানা ইস্যুতে স্বর্ণবাজারে উত্থান-পতন হয়। মঙ্গলবার বিকেলের দিকে স্পট গোল্ড বিক্রি হয় আউন্সে ১ হাজার ১৮৮ দশমিক ২০ ডলার। গত ৩০ নবেম্বর যা ছিল ১ হাজার ১৯০ ডলার। ওইদিন বিকেলে ইউএস গোল্ডের দর আউন্সে (২.৪৩ ভরি) শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ১৮৮ দশমিক ৪০ ডলারে বিক্রি হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×