ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে পুঁজিবাজারে আসবে আরামকো

প্রকাশিত: ০৩:৪১, ১৩ জানুয়ারি ২০১৭

২০১৮ সালে পুঁজিবাজারে আসবে আরামকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর শেয়ার ছাড়ার পরিকল্পনা আছে সৌদি আরবের। কোম্পানিটি আগামী ২০১৮ সালে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসতে পারে। দেশটির জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফলিহ বৃহস্পতিবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোম্পানিটির ৫ শতাংশ শেয়ার ছাড়ার পরিকল্পনা আছে সরকারের। যেটি বিশ্বের সবচেয়ে বড় কোনো আইপিও হতে যাচ্ছে। এর মাধ্যমে সরকার বাজার থেকে ২ লাখ কোটি ডলার অর্থ সংগ্রহ করবে। রয়টার্সের খবরে বলা হয়, কোন্ কোন্ এক্সচেঞ্জে কোম্পানিটি তালিকাভুক্ত হবে, আরামকোর সম্পদ কিভাবে মূল্যায়ন হে এখানে আইনত কোন শর্ত থাকবে কিনা; সেসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বছরের শুরু থেকেই কাজ করছেন। সৌদির ডেপুটি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বরাতে এর আগে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে তেলের টানা দরপতন সৌদির উন্নয়নকে ব্যাহত করে দিয়েছে। এখন দেশটি তেলে নির্ভরতা কমাতে চাইছে। এ পরিকল্পনার আওতায় ভিশন-২০৩০ প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই সময় ডেপুটি যুবরাজ জানান, আরামকোর ১ শতাংশ, জাস্ট ১ শতাংশ শেয়ার যদি বাজারে ছাড়া হয়, তবে তা হবে বিশ্বে সবচেয়ে বড় কোন আইপিও। দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট রিজার্ভের ১৫ শতাংশেরও বেশি বা প্রায় ২৬৫ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আছে এই কোম্পানিতে। আরব নিউজের খবর অনুযায়ী, সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক বাজার সম্ভবত যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও কোম্পানিটি তালিকাভুক্ত হবে। ইয়াকিন পলিমার এ ক্যাটাগরিতে উন্নীত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজস্ব ঠিকানায় পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×