ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে নতুন সূচকের রেকর্ড

প্রকাশিত: ০৩:৪০, ১৩ জানুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে নতুন সূচকের রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বা ডিএসইএক্স চালুর চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। বৃহস্পতিবারের লেনদেনে সূচক উত্থানের মাধ্যমে এ ইতিহাসের সৃষ্টি হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আগের ত্রুটিপূর্ণ সূচক সংশোধন করে নতুন ডিএসইএক্স যাত্রা শুরু করেছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এতদিন ৫ হাজার ৩৩৪.০৪ পয়েন্ট ছিল এ সূচকের সর্বোচ্চ। যা হয়েছিল ২০১৪ সালের ১২ অক্টোবর। তবে বৃহস্পতিবারের লেনদেনে সূচকের ৯ পয়েন্ট বৃদ্ধিতে ৫ হাজার ৩৪২.৮৮ পয়েন্টে পৌঁছার মাধ্যমে আগের রেকর্ড ভেঙ্গেছে। ফলে ডিএসইএক্স-এর সর্বোচ্চ সূচকের ইতিহাস গড়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৪১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৭০৪ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮৭ কোটি ৭২ লাখ টাকা বা ১৬.৮৮ শতাংশ। ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টি বা ৪৫.৮৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১৫৮টি বা ৪৮.৩২ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ১৯টি বা ৫.৮১ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৭০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৭০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে - ইফাদ অটোস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেসকো, কনফিডেন্স সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাপোলো ইস্পাত ও গ্রামীণফোন। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, আইসিবি ৩য় এনআরবি, প্রগতি ইন্স্যুরেন্স, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স ও আইসিবি ২য় এনআরবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকারস, গোল্ডেন হার্ভেস্ট, মেঘনা কনডেন্স মিল্ক, মাইডাস ফাইনান্স, রংপুর ফাউন্ড্রি, ডরিন পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং ও ডেফোডিল কম্পিউটার। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৫.৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, বারাকা পাওয়ার, বিডি থাই, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, আরএসআরএম স্টিল, ফারইস্ট নিটিং, এ্যাপোলো ইস্পাত, কনফিডেন্ট সিমেন্ট ও অলিম্পিক এক্সেসরিজ।
×