ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চামেলীবাগে যুবলীগ নেতার বাড়িতে ঢুকে গুলি, মা আহত

প্রকাশিত: ০৮:২২, ১২ জানুয়ারি ২০১৭

চামেলীবাগে যুবলীগ নেতার বাড়িতে ঢুকে গুলি, মা আহত

স্টাফ রিপোর্টার ॥ রাতে রাজধানীর চামেলীবাগে এক যুবলীগ নেতার বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুলিতে যুবলীগ নেতার মা আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক হেঁটে চামেলীবাগের ৩৩ নম্বর বাড়িতে প্রবেশ করে। তারা লিফটের পাঁচে অর্থাৎ ছয়তলায় ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলী রেজা খান রানার (৪৫) ফ্ল্যাটের কলিং বেল চাপেন। শব্দ পেয়ে রানার মা-বাবা বেরিয়ে আসেন। তারা যুবকদের পরিচয় জানতে চান। যুবকরা পরিচয় না দিয়ে রানার অবস্থান জানতে চান। রানা বাসায় নেই জেনে ক্ষিপ্ত হয়ে যুবকরা পর পর চার রাউন্ড গুলি চালায়। একটি বুলেট রানার মা শারমিন আক্তারের (৬৫) উরুর নিচে বিদ্ধ হয়। এরপর যুবকরা হেঁটে নেমে যায়। পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তিন যুবক গুলি চালিয়েছে বলে জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, অভ্যন্তরীণ দলীয় কোন্দলের জেরধরে হত্যা বা ভয় দেখানোর জন্য গুলিবর্ষণ করা হতে পারে। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রানাকে মহাসমাবেশে যেতে নিষেধ করেছিল রানার প্রতিপক্ষের লোকজন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবলীগে রানার প্রতিপক্ষ গ্রুপের লোকজন গুলি চালানোর ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
×