ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৯, ১২ জানুয়ারি ২০১৭

গাজীপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার ॥ স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের প্রায় দু’মাস পর এক যুবলীগ নেতার স্ত্রী সাবেক ইউপি সদস্যের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি মসজিদের টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে বুধবার বিকেলে লেপ দিয়ে পেঁচানো হাত-পা বাঁধা ওই লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী ওই যুবলীগ নেতাকে আটক করেছে। নিহতের নাম নাসিমা আক্তার (৩৬)। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাসুম আকন্দের নিখোঁজ স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের সোবাহানের পালিত কন্যা নাসিমার সঙ্গে বেশ কয়েক বছর আগে প্রতিবেশী দুলাল মিয়ার বিয়ে হয়। এ সংসারে তাদের দু’টি সন্তান রয়েছে। ২০১১ সালের ইউপি নির্বাচনে নাসিমা নাগরী ইউনিয়নের সাবেক ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিত হন। স্বামী দুলালের ব্যবসায়িক পার্টনার স্থানীয় রাথুরা গ্রামের তোরাব আলীর ছেলে মাসুম আকন্দের সঙ্গে ইউপি সদস্য দু’সন্তানের জননী নাসিমার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মাসুম ও নাসিমার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এ পর্যায়ে মাসুম প্রায় দু’বছর আগে নাসিমাকে বিয়ে করে। গত ৮ নবেম্বর গভীর রাত পর্যন্ত মাসুমের বাড়িতে পিঠা উৎসব হয়। এ রাতে তিন মাসের অন্তঃসত্ত্বা সাবেক ইউপি সদস্য নাসিমা নিখোঁজ হন। এ ঘটনায় কালীগঞ্জ থানা সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের প্রায় দু’মাস পর বুধবার দুপুরে স্থানীয় এক মহিলা শুকনো পাতা কুড়াতে গিয়ে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতরে লেপ দিয়ে পেঁচানো পচা গলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বিকেলে ঢাকনা সরিয়ে লেপ দিয়ে পেঁচানো হাত-পা বাঁধা নাসিমার গলিত ও বিকৃত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দ্বিতীয় স্বামী মাসুম আকন্দকে আটক করেছে।
×