ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামীতে অনুমতির অপেক্ষা করবে না বিএনপি ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১১, ১২ জানুয়ারি ২০১৭

আগামীতে অনুমতির অপেক্ষা করবে না বিএনপি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আগামীতে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল মহানগর বিএনপি কার্যালয়ে মহিলা দলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন -কোন ষড়যন্ত্রই বিএনপিকে নির্মূল করতে পারবে না। বিএনপির মুখপাত্র বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি। আমাদের অনুমতি দেয়া হয়নি। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য এরশাদকে অনুমতি দেয়া হয়। অথচ বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে সমাবেশের জন্য অনুমতি দেয়া হয় না। তাই, এর পর বিএনপি আর পুলিশের অনুমতির অপেক্ষা করবে না, সমাবেশ করার অধিকার কেড়ে নেব। মহিলা দলের সিনিয়র সহসভাপতি নূরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। কোন ষড়যন্ত্রই বিএনপিকে নির্মূল করতে পারবে নাÑগয়েশ্বর ॥ কোন ষড়যন্ত্রই বিএনপিকে নির্মূল করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের মতো আবার যাতে বিএনপি ষড়যন্ত্রের শিকার না হয় এ জন্য সবাইকে সাবধান থাকতে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্র্যাটিক মুভমেন্ট নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×