ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের সঠিক তদন্ত হচ্ছে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৫৫, ১২ জানুয়ারি ২০১৭

জঙ্গীবাদের সঠিক তদন্ত হচ্ছে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদের সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জঙ্গীবাদের উস্কানিদাতাদের গণআদালতে বিচারের কথা বলছে। তাহলে যারা জঙ্গীবাদের ঘটনায় অভিযুক্ত হচ্ছে কোন তদন্ত না করে তাদের কেন সঙ্গে সঙ্গে মেরে ফেলা হচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, জঙ্গীবাদের তদন্তে সরকারের ভয় কেন? যদি জঙ্গীবাদের সঠিক তদন্ত হয় তাহলে কি সরকারের চেহারা বদলে যাবে? মুখোশ উন্মোচিত হয়ে যাবে? সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আপনাদের গণতন্ত্রের ভাষা শিখতে হবে। চাষী নজরুল ইসলাম সম্পর্কে ফখরুল বলেন, তিনি ছিলেন ব্যতিক্রমী একজন মানুষ। দেশের যে ক’জন চলচ্চিত্রকার সিনেমা তৈরির মাধ্যমে দেশ বিনির্মাণ ও সমাজ গঠনের চেষ্টা করেছিলেন তাদের মধ্যে চাষী নজরুল ইসলাম ছিলেন অন্যতম। বিএনপি মহাসচিব বলেন, সরকারী দল জনসভা করে। যারা মহাজোটে রয়েছে এমন রাজনৈতিক দলও সমাবেশ করতে পারছে। কিন্তু বিএনপিকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। একটি দল তথাকথিত উন্নয়নের নামে লুটপাট চালাবে, উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে ধাক্কা মেরে ফেলে দেবে; এটা দেশের মানুষ মেনে নেবে না। ফখরুল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের সময় হয়েছে। তবে রাষ্ট্রপতি কি করবেন তার ওপর নতুন নির্বাচন কমিশনের (ইসি) ভবিষ্যত নির্ভর করছে। একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন কীভাবে গঠন করা যেতে পারে, সে ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। আমাদের সেই প্রস্তাবে সাড়া দিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আহ্বান করেছেন। রাষ্ট্রপতি আমাদের প্রথম ডেকেছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাই। বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি যদি একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হয় তাহলে ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে। আর দেশের ভবিষ্যত নির্ভর করছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করার ওপর। এ জন্যই আমরা বার বার নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের ওপর জোর দিচ্ছি।
×