ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:৫৫, ১২ জানুয়ারি ২০১৭

জাবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাবি সংবাদদাতা ॥ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং অতিথি পাখির অভয়াশ্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন আজ। আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পা দিচ্ছে ৪৬ বছরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭০ সালের ৪ জানুয়ারি চারটি বিভাগ পরিসংখ্যান, গণিত, ভূগোল ও অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও ১৯৭১ সালের ১২ জানুয়ারি তদানীন্তন পূর্ব পাকিস্তানের গবর্নর ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এস এম আহসান আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচীর উদ্বোধন করা হবে। প্রধান অতিথি উপাচার্য ফারজানা ইসলাম জাতীয় পতাকা ও উপ-উপাচার্য আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০১৭’র শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
×