ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধ্রুব হাসান

‘লা লা ল্যান্ড’ময় গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৬:০১, ১২ জানুয়ারি ২০১৭

‘লা লা ল্যান্ড’ময় গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো শোবিজ অঙ্গনের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ৭৪তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড। এবারের এ্যাওয়ার্ড নাইট মাতিয়েছে রোমান্টিক মিউজিক্যাল কমেডি মুভি ‘লা লা ল্যান্ড’। গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন পুরস্কারটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস এ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য ফান্ড সংগ্রাহক হিসেবে কাজ করে। আমেরিকায় একাডেমি পুরস্কার ও গ্র্যামি এ্যাওয়ার্ডের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা এ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সম মানের হিসেবে গণ্য করা হয়। প্রতি বছরের শুরুর দিকেই এই পুরস্কার প্রদান করা হয়। জয়-পরাজয় নির্ধারণ করে হলিউডে বসবাসকারী ৮৬ জন পার্ট-টাইম সাংবাদিকের সিদ্ধান্তে। বিদেশী মিডিয়াও একে অধিভুক্ত করে থাকে। জমকালো আয়োজনে মুখরিত ৭৪তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড হয়ে উঠেছিল ‘লা লা ল্যান্ড’ময়। ৭টি বিভাগে মনোনয়ন পেয়ে সবকটিতেই সেরার পুরস্কার জিতেছে ছবিটি। যা এই এ্যাওয়ার্ডের ইতিহাসে রেকর্ড। গত ১২ ডিসেম্বর মনোনয়নপ্রাপ্ত শিল্পী ও সিনেমার নাম ঘোষণার পর রবিবার ৮ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে আরও ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। সেরা অভিনেতা হিসেবে লা লা ল্যান্ডের রিয়ান গোস্তিং, সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। সেইসঙ্গে ছবিটি পেয়েছে সেরা পরিচালক ডামিয়েন শাজেল, সেরা চিত্রনাট্য, স্কোর ও সেরা সঙ্গীত ক্যাটাগরির পুরস্কার। একইসঙ্গে সেরা মিউজিক্যাল সিনেমা হিসেবেও পুরস্কার পেয়েছে লা লা ল্যান্ড। ড্যামিয়েন চাজেল নির্মিত ছবিটি সেরা মিউজিক্যাল কমেডি ছবি, সেরা নির্মাতা ও চিত্রনাট্যকারসহ সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয় করে সেরা অভিনয় শিল্পী হয়েছে ক্যাসি এ্যাফ্লেক ও ‘ইলে’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইসাবেলা হুপার্ট। তবে গোল্ডেন গ্লোব জয়ী টিভি সিরিজে এসেছে আমূল পরিবর্তন। গেম অব থ্রোনসকে সরিয়ে এবার সেরা টিভি সিরিয়াল হয়েছে ‘দ্য ক্রাউন’। রানী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে নির্মিত এই ড্রামা সিরিয়ালটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে ৮ জানুয়ারি (বাংলাদেশ সময় ৯ জানুয়ারি সকাল) ৭৪তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডস অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। এবারের আসরে সেরা ছবি (ড্রামা) : মুনলাইট, সেরা ছবি (কমেডি/মিউজিক্যাল) : লা লা ল্যান্ড, সেরা অভিনেতা (ড্রামা) : ক্যাসি এ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), সেরা অভিনেত্রী (ড্রামা): ইসাবেল হাপার্ট (এল), সেরা অভিনেতা (কমেডি/ মিউজিক্যাল) : রায়ান গসলিং (লা লা ল্যান্ড), সেরা অভিনেত্রী (কমেডি/ মিউজিক্যাল) : এমা স্টোন (লা লা ল্যান্ড)। সেরা পরিচালক : ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), সেরা চিত্রনাট্য : ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড), সেরা এ্যানিমেটেড ছবি : জুটোপিয়া, সেরা বিদেশী ভাষার ছবি : এল (ফ্রান্স)। সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : দ্য ক্রাউন, সেরা টেলিভিশন সিরিজ (কমেডি/মিউজিক্যাল) : আটলান্টা, সেরা মিনি-সিরিজ/টেলিভিশন কাহিনীচিত্র : দ্য পিপল ভার্সাস ওজে সিম্পসন, সেরা অভিনেতা (ড্রামা) : বিলি বব থর্নটন (গোলিয়াথ)। সেরা অভিনেত্রী (ড্রামা) : ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন), সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল) : ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল)।
×