ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় নজর কাড়ছে রান্নায় ব্যবহৃত পণ্য সামগ্রী

প্রকাশিত: ০৫:৫৮, ১২ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় নজর কাড়ছে রান্নায় ব্যবহৃত পণ্য সামগ্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমেলায় পণ্য কেনায় ক্রেতার পছন্দের শীর্ষে থাকে রান্নায় ব্যবহ্নত বিভিন্ন সামগ্রী। ক্রেতাদের নজর কাড়তে প্যাভিলিয়ন ও স্টলগুলোতে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাতিল, প্রেসার কুকার, চামুচ, হটপটসহ নানা ধরনের সামগ্রী। তবে দাম নিয়ে অনেক ক্রেতারই রয়েছে অভিযোগ। মেলার মূল গেট দিয়ে প্রবেশ করলেই ডানে এবং বামে দেখা মিলবে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্যের প্যাভিলিয়ন। আর তার পাশেই মেলার দেয়াল ঘেঁষে এই পণ্যগুলোর ছোট ও মাঝারি স্টল। বুধবার দিনের শুরুর দিকে এই প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করে ক্রেতা সমাগম। বিভিন্ন আকারের পাতিল, প্রেসার কুকার, হটপট, ফ্রাই প্যান, চামুচসহ রান্নাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য এসব স্টলগুলোতে। তবে পণ্যের বৈচিত্র্যতা থাকলেও দাম নিয়ে রয়েছে অনেকেরই অভিযোগ। এই প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ৫০ টাকা থেকে শুরু করে রয়েছে হাজার টাকার পণ্য। কোন কোন দামী পণ্যের সাথে দু’একটি ছোট পণ্য দেয়া হচ্ছে ফ্রিতে। পণ্যের পরিচিতির জন্য এই মেলাকে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শুক্র ও শনিবার ক্রেতাদের ভিড় থাকলেও রবিবার সে তুলনায় মেলায় ক্রেতাদের আনাগোনা ছিল কম। তিন কোম্পানির দর বৃদ্ধির কোন কারণ নেই অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হচ্ছে - ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, লংকাবাংলা ফিন্যান্স ও এ্যাপোলো ইস্পাত। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই মঙ্গলবার নোটিস পাঠায়। ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসে নতুন সিওও’র যোগদান রাজিউল আমিন চৌধুরী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ল্যাবএইড ফার্মায় নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইবিএ থেকে এমবিএ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বাল্টিমোর থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এমএস করেন। ছাত্রাবস্থায়ই তিনি যোগ দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। সেখান থেকে রোস বাংলাদেশ লিমিটেডে স্থায়ী হন, সেখানে ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গত ১ জানুয়ারি ২০১৭ থেকে ল্যাবএইড ফার্মায় সিওও হিসেবে যোগদান করেন। -বিজ্ঞপ্তি এমরানুল হক ঢাকা ব্যাংকের এএমডি এমরানুল হক ঢাকা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা গত ১ জানুয়ারি ২০১৭ থেকে কার্যকর। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্পোরেট ব্যাংকিং বিভাগেরও প্রধান ছিলেন। সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। -বিজ্ঞপ্তি
×