ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে চা প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ১২ জানুয়ারি ২০১৭

আজ থেকে চা প্রদর্শনী শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বৃহস্পতিবার থেকে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে চায়ের প্রদর্শনী ‘বাংলাদেশ টি এক্সপো’। মঙ্গলবার প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ চা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে আগামী ১২ জানুয়ারি এ প্রদর্শনী শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী প্রথম দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টল থাকবে। বাংলাদেশ চা বোর্ডের এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে- সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী এবং সিলোন টি। এর আগে গত ১৮ ডিসেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রথম এই চা প্রদর্শনীর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সে সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে-বিদেশে চা প্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। ইজিলোডের মাধ্যমে গুনগুন সেবা গ্রহণ করতে পারবেন রবি গ্রাহকরা রবি গ্রাহকরা ৫৭ টাকা ইজিলোডের মাধ্যমে রিচার্জ করে এক মাসের জন্য গুনগুন ও আমার গুনগুন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া বছরজুড়ে গুনগুন ও আমার গুনগুন উভয় সেবায় একটি নির্দিষ্ট গান ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। দেশে প্রথম বারের মতো একমাত্র রবিই রিটেইলারদের কাছ থেকে ইজিলোডের মাধ্যমে রিং ব্যাক টোন সেবা চালু করল। অফারটি গ্রহণ করার পর বোনাস হিসেবে গুনগুন ও আমার গুনগুন সেবা চালু হয়ে যাবে এবং রিচার্জের পুরো টাকা ফি হিসেবে গ্রহণ করা হবে। কেউ একই বান্ডেলের জন্য আবারও রিচার্জ করলে, অফারটি ইতোমধ্যে তিনি গ্রহণ করেছেন বলে জানিয়ে দেয়া হবে। অফারটি গ্রহণের মাধ্যমে নিয়মিত গ্রাহকরা যে সুবিধাগুলো উপভোগ করছেন তারাও সেগুলো উপভোগ করতে পারবেন। গুনগুন ও আমার গুনগুন সেবাটি মেয়াদ শেষে পুনরায় চালু করার ক্ষেত্রে গ্রাহকের অনুমতি নেয়া হবে। অফারের মেয়াদ শেষ হওয়ার আগে আউট-বাউন্ড ডায়ালিং (ওবিডি) বা এমএসএসের মাধ্যমে সেবাটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করা হবে। এক বছরের জন্য যে গানটি বিনামূল্যে অফার করা হবে তা নির্দিষ্ট থাকবে এবং গুনগুন ও আমার গুনগুন উভয় সেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাজার চাহিদা অনুযায়ী ইজি লোড বান্ডলের আওতায় যে গানগুলো অফার করা হয়েছে তাতে পরিবর্তন আসতে পারে। -বিজ্ঞপ্তি
×