ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএমই খাতে লক্ষ্যমাত্রার ৬১.৬৬ শতাংশ ঋণ বিতরণ

প্রকাশিত: ০৫:৫৭, ১২ জানুয়ারি ২০১৭

এসএমই খাতে লক্ষ্যমাত্রার ৬১.৬৬ শতাংশ ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রার ৬১ দশমিক ৬৬ শতাংশ অর্জন করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরে এসএমই খাতে ৫৬ তফসিলী ব্যাংকের ১ লাখ ৮ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথম ৬ মাসে ব্যাংকগুলো ৬ লাখ ৬৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে; যা লক্ষ্যমাত্রার ৬১ দশমিক ৬৬ শতাংশ। ঋণ বিতরণে বেসরকারী ব্যাংকের মধ্যে শীর্ষে আছে ইসলামী ব্যাংক। এসএমই খাতে ব্যাংকটি ১৭ হাজার কোটি টাকা বিতরণ করেছে। এরপর যথাক্রমে এক্সিম ব্যাংক ৫ হাজার ৭০০ কোটি টাকা, স্যোসাল ইসলামী ব্যাংক ৪ হাজার কোটি টাকা, ব্র্যাক ব্যাংক ২ হাজার ৯০০ কোটি টাকা, দি সিটি ব্যাংক ২ হাজার ৩০০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ২ হাজার কোটি টাকা, এবি ব্যাংক ১ হাজার ৯০০ কোটি টাকা ও ট্রাস্ট ব্যাংক ১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে ঋণ বিতরণে শীর্ষ জনতা ব্যাংক। ব্যাংকটি এ খাতে ১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এরপরে যথাক্রমে অগ্রণী ব্যাংক ১ হাজার ১০০ কোটি টাকা, বেসিক ব্যাংক ১ হাজার ১০০ কোটি টাকা বিতরণ করেছে। বিদেশী ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৩৯৮ কোটি টাকা, উরি ব্যাংক ৬৭ কোটি টাকা, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ৫৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বলেন, লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে। তবে কিছু কিছু ব্যাংক লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ব্যাংকের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে বহাল করা হয়েছে। মোহাম্মদ ইউনুস ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ব্যাংকের হিসাব বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, প্রশাসন বিভাগে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি
×