ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৪, ১২ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ পোল এলাকায় বুধবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। পাশাপাশি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকা-ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দীন জানান, নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন শাহ্ আলমের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রফিকের কম্পিউটারের দোকানে। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খাবার হোটেলের। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় আগুনে পুড়েছে তিন বসতঘর। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়েছে জসিম উদ্দিন, আবদুল মান্নান ও কামাল উদ্দিনের মালিকানার তিনটি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জলঢাকা স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল এলাকার টগরার বাজারে বুধবার ভোরে অগ্নিকা-ে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি পরিবারের ঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকার সাদেক হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তরা হলো মুদি ব্যবসায়ী রমানাথ, পলাশ, রতন, সুমন ও দুটি পরিবারে কনক চন্দ্র রায় এবং সৌমিন্দ্র চন্দ্র রায়। হত্যা মামলার দুই আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১১ জানুয়ারি ॥ কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ব্যবসায়ী জুয়েল মৃধা হত্যা মামলার দুই আসামি মন্টু খাঁ (২৫) ও মাহফুজ খাকে (২৬) পলাতক অবস্থায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে গেফতার করেছে কালকিনি থানা পুলিশ। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে কালকিনি থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে তাদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষ প্রয়োগে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ জানুয়ারি ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ইকরাবাড়ি দিঘিরপাড় এলাকার ‘নবনীতা এগ্রো ফিস এ্যান্ড ফিস ফিড লিমিটেড’ এর মাছের ঘেরে মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চিত্তরঞ্জন বৈদ্য লিখিত অভিযোগে জানান, তিনি সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও মাছ চাষের জন্য ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে দুই কিস্তিতে ২৮ লাখ ও ৪৬ লাখ টাকা সুদ মুক্ত ঋণ গ্রহণ করেন।
×