ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড. আবুল কালাম আযাদ বিএআরআই’র মহাপরিচালক

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জানুয়ারি ২০১৭

ড. আবুল কালাম আযাদ বিএআরআই’র মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে ড. আবুল কালাম আযাদ বুধবার যোগদান করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ড. আযাদ ১৯৮১ খ্রিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বি এসসি. এজি (অনার্স) ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৫ খ্রি. একই বিশ্ববিদ্যালয় থেকে এম এসসি এজি (অনার্স) এবং যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ খ্রি.পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। ড. আযাদ ১৯৮৩ খ্রি. বিএআরআই’তে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ২০০৫ খ্রি. পর্যন্ত উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা (শস্য) এবং সদস্য পরিচালক (শস্য) হিসেবে কাজ করেন। ড. আযাদ একজন সুনামধন্য উদ্যানতত্ত্ববিদ। বিভিন্ন দেশী এবং বিদেশী জার্নালে তার অর্ধশতাধিক এর বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. আযাদ যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কসপে যোগদান করেন। তিনি বিভিন্ন দেশী/বিদেশী সংগঠনের সহিত জড়িত আছেন। ড. আযাদ ১৯৬১ খ্রি. গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। গত বছরে ৭ লক্ষাধিক কর্মী বিদেশে গেছে ॥ প্রবাসী মন্ত্রী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সদ্য বিদায়ী বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লক্ষাধিক বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে। আগের বছরের তুলনায় এ বছরে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির হার ৩৬ দশমিক ৩১ শতাংশ। আরও কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশগামীদের হয়রানি ও বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষ কর্মশক্তি সৃষ্টির লক্ষ্যে সরকারীভাবে প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিষ্ঠান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বেগম সানোয়ারা বেগম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম, প্রবাসী কণ্যাণ ও মু. মোহসিন চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জের মুন্সীবাড়ি মিলনমেলা শনিবার আগামী শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন বালিয়াকান্দির মুন্সীবাড়ি মিলনমেলা অনুষ্ঠিত হবে। ‘মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে’ অনুষ্ঠিত হবে ‘শিকড়ের অন্বেষণে মুন্সীবাড়ি মিলনমেলা ‘১৭’ শীর্ষক এই ঐতিহ্যবাহী মেলা। রক্তের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নবপ্রজন্মকে বরণ এবং চলে যাওয়া স্বজনদের স্মরণ করা হবে এই অনুষ্ঠানে। উদযাপন কমিটির সভাপতি এসএসএম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হামীম সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
×