ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিসা জটিলতায় বেনাপোলে শতাধিক যাত্রীর ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫২, ১২ জানুয়ারি ২০১৭

ভিসা জটিলতায় বেনাপোলে শতাধিক যাত্রীর ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনে ভিসা জটিলতার কারণে বিভিন্ন দেশের শতাধিক পাসপোর্টযাত্রী আটকে ছিলেন সকালের দিকে। বুধবার সকাল থেকে বিদেশী পাসপোর্ট যাত্রীদের হাতে লেখা ভিসা বেনাপোল ইমিগ্রেশন গ্রহণ করনি। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নির্দেশনা জারির পর ইমিগ্রেশন পুলিশ এ ধরনের বিদেশীযাত্রীদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। তবে বিকেলের দিকে তাদের পাসপোর্টে সিল দেয়া হয়। প্রবেশ করতে দেয়া হয় বাংলাদেশে। এদিকে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তের পর বেনাপোল ইমিগ্রেশনে হাতে লেখা পাসপোর্টযাত্রীদের ভিসা এন্ট্রি না করায় বিদেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীরা পড়েন মহাবিপাকে। ভোর বেলা ইমিগ্রেশনে এসে তারা শীতের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলেন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে না পেরে। এসব পাসপোর্টযাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিকই ছিল বেশি। ভারতীয় পাসপোর্টযাত্রীরা জানান, ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন তাদের হাতে লেখা পাসপোর্টের উপর কোন বিধি নিষেধ না করায় এবং এন্ট্রি সিল দেয়ায় তারা এদেশে এসে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে পারছে না। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গীতা বিশ্বাস এবং মিঠুন চক্রবর্তী জানান, বাংলাদেশে বেড়াতে এসে ভোর বেলায় বেনাপোল পৌঁছান। এখন পাসপোর্টের ভিসা জটিলতার কারণে সমস্যায় পড়েছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, কোন হাতে লেখা ভিসা পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। এ রকম একটি পরিপত্র অফিসিয়ালভাবে আসায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এটা শুধু ২০১৭ সালের জানুয়ারি মাসের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ২০১৬ সালের যে সব হাতে লেখা পাসপোর্ট রয়েছে তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশকে জানুয়ারি মাসে হাতে লেখা ভিসার মাধ্যমে বিদেশী যাত্রীদের বাংলাদেশে না পাঠানোর জন্য জানানো হয়েছে।
×