ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হার ও ভালবাসায় শেষ ‘অধিনায়ক’ ধোনির

প্রকাশিত: ০৫:৪৭, ১২ জানুয়ারি ২০১৭

হার ও ভালবাসায় শেষ ‘অধিনায়ক’ ধোনির

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তুতি হলেও ম্যাচটা ঐতিহাসিক। যেখানে জয় ছাড়া আর সবই পেয়েছে ভারত ‘এ’ দল। মঙ্গলবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামের দর্শক উন্মদনা দেখে কে বলবে, এটি নিছক এক প্রস্তুতি ম্যাচ? সফরকারী ইংল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু’দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সম্প্রতি সকল ধরনের ক্রিকেটের আর্মব্যান্ড খুলে রাখায় ভারতের জার্সিতে এটিই ছিল তার শেষ নেতৃত্ব। ব্যাট হাতে যুবরাজ সিং-আমবাতি রাইডুকে নিয়ে ঝড় তুলেছেন। অবশ্য ৩০৪/৫ রানের বড় স্কোর গড়েও ৩ উইকেটে হারতে হয়েছে। ম্যাচে এক পাগল-ভক্ত মাশরাফীয় কায়দায় ধোনিকে জড়িয়ে ধড়েন। বিশাল বেড়া টপকে ভক্তের সেকি ম্যারাথন দৌড় ...। উদ্দেশ্য ব্যাটিংরত ‘ক্যাপ্টেন কুলে’র একটু পায়ের ধুলো। ‘ক্যাপ্টেন কুলকে’ যে আর ভারতের নেতৃত্বে দেখা যাবে না। ব্রাবোর্নের বিশ হাজারের ওপরে দর্শক ধোনিকে কুর্নিশ জানাতে এতটুকু কার্পণ্য করেননি। ব্যাট করতে নামা থেকে ইনিংসের শেষ, ফিল্ডিং শেষে মাঠ থেকে বের হওয়া পর্যন্ত। প্রবল চিৎকারে ভেসে যায় ব্রাবোর্ন। ম্যাচ হারলেও ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন ধোনি। ‘অধিনায়ক’ হিসেবে নিজের শেষ ইনিংসে স্ট্রাইক রেট ১৭০Ñ ৮ চার ও ২ ছক্কায় ৪০ বলে অপরাজিত ৬৮। তাও আবার গোটা জাতীয় দল নিয়ে গড়া ইংল্যান্ড একাদশের বিপক্ষে। মনে করিয়ে দিলেন, ডেথ ওভারে এখনও কতটা ভয়ঙ্কর তিনি। ক্রিস ওকসের শেষ ওভার থেকে নিয়েছেন ২৩ রান। ৬-৪-৪-২-৬-১!! সঙ্গে দীর্ঘদিন পর ফেরা যুবরাজের ৪৮ বলে ৫৬Ñ যিনি দীর্ঘদিন পর দলে ডাক পেয়েই বলেছিলেন, ধোনির সঙ্গে সেই ধুন্ধুমার ব্যাটিংটাই করতে চান। রিহার্সেল হয়ে গেল। সঙ্গে আমবাতি রাইডুর ৯৭ বলে ১০০ রানের সৌজন্যে ৫ উইকেটে ৩০৪ রান করে ভারত ‘এ’। কিন্তু শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ৩ উইকেটে (ইংল্যান্ড একাদশ ৩০৭/৭; ৪৮.৫ ওভার)। রবিবার পুনেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। যেখানে প্রথম বিরাট কোহলির নেতৃত্বে খেলবেন ধোনি।
×