ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোসি কোনিও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ১৮ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৪৩, ১২ জানুয়ারি ২০১৭

হোসি কোনিও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ১৮ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১১ জানুয়ারি ॥ রংপুরে চাঞ্চল্যকর জাপানী নাগরিক হোসি কোনিও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামির অনুপস্থিতির কারণে এ তারিখ পুনর্নির্ধারণ করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, হোসি কোনিও হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামির মধ্যে আসামি লিটন মিয়াকে গাইবান্ধা আদালতে হাজিরা দিতে নিয়ে যাওয়ায় পূর্বনির্ধারিত বুধবারের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। পেখম মেলে ময়ূর সিঙ্গাপুরের জুরং বার্ড পার্ক। বুধবার সেখানে একটি ময়ূর তার পেখম মেলে অপরূপ সৌন্দর্য প্রদর্শন করে। তার এই সৌন্দর্যে দর্শকেরা মুগ্ধ হয়। তবে কাছে টানার জন্য ময়ূরীদের মুগ্ধ করতেই মযূরেরা পেখম মেলে থাকে- এএফপি হাড়কাঁপানো ঠা-ায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মঙ্গলবার রাতে তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৫ ডিগ্রী সেলসিয়াসে। হাড়কাঁপানো এই ঠা-ায় একজন অভিবাসন প্রত্যাশী শহরটির একটি পরিত্যক্ত গুদামে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে জবুথবু হয়ে বসে আছে- এএফপি
×