ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফটো সাংবাদিককে গাড়িচাপা

অভিনেতা কোরাইয়াকে জেলগেটে জিজ্ঞাসার নির্দেশ কোর্টের

প্রকাশিত: ০৫:৪২, ১২ জানুয়ারি ২০১৭

অভিনেতা কোরাইয়াকে জেলগেটে জিজ্ঞাসার নির্দেশ কোর্টের

কোর্ট রিপোর্টার ॥ প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় আটক অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। তার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোঃ মাজহারুল হক এই নির্দেশ দেন। সাংবাদিকরা বলছেন, দুর্ঘটনার পর রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া নিজেই হাসপাতালে যান কে আহত হয়েছে দেখতে। সেখানে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, তার গাড়ির মাধ্যমেই দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার বেলা ১টার দিকে কল্যাণ কোরাইয়াকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তবে আসামির আইনজীবী মোহাম্মদ ফারুক রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন। এসময় বাদী পক্ষের আইনজীবীরা আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তি দেখিয়ে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এতে করে মামলার প্রকৃত রহস্য উদ্্ঘাটিত হবে। ঢাকার মহানগর হাকিম মোঃ মাজহারুল হক শুনানি শেষে রায় দেন, তিন কার্যদিবসের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। মঙ্গলবার রাতে কলাবাগান থানা পুলিশ কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর মামলা দায়ের করেছেন।
×