ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা বাড়ছে উত্তর মেরুর

প্রকাশিত: ০৫:৪১, ১২ জানুয়ারি ২০১৭

তাপমাত্রা বাড়ছে উত্তর মেরুর

পৃথিবীর উত্তর মেরুতে গত বছরের ডিসেম্বর মাসের তাপমাত্রা গড় তাপমাত্রার তুলনায় কয়েকগুণ উষ্ণ ছিল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বলা হচ্ছে, এই হিট-ওয়েভ বা তাপপ্রবাহ সেখানে তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করেছে। জলবায়ুর পরিবর্তন নিয়ে গবেষণা করেন যেসব বিজ্ঞানী, তারা দেখতে পাচ্ছেন, অসময়ে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং এজন্যে তারা মানুষের নানা ধরনের কর্মকা-কেই দায়ী করছেন। স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্যে দেখা যাচ্ছে, গত নবেম্বর ও ডিসেম্বর মাসে সেখানকার তাপমাত্রা গড় হিসেবে পাঁচ ডিগ্রী সেলসিয়াস বেশি ছিল। বিজ্ঞানীরা বড় ধরনের একটি দুঃসংবাদও দিচ্ছেন। তারা বলছেন, এন্টার্কটিকায় খুব বড় আকারের একটি হিমবাহ বা আইসবার্গ প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এযাবতকালের সর্ববৃহৎ ১০টি আইসবার্গের একটি এই হিমবাহ। এর আয়তন পাঁচ হাজার বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, এটি খসে পড়ছে লারসেন সি নামক বরফের এক বিশাল শেল্ফ থেকে। বলা হচ্ছে, গত ডিসেম্বরে হঠাৎ করেই সেখানে বড় ধরনের একটি ফাটলের সৃষ্টি হয়। এখন কুড়ি কিলোমিটারের মতো জমাট বরফ ওই হিমবাহটিকে ছিটকে পড়া থেকে ধরে রেখেছে। প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ড. স্টিফেন রিনটোল বলছেন, যদিও এটি প্রাকৃতিক ঘটনা, তারপরও জলবায়ু পরিবর্তনে এই ঘটনার প্রভাব নিয়ে উদ্বেগের কিছু কারণ আছে। তিনি বলেন এন্টার্কটিকার কিনার ঘেঁষে ভাসমান বরফের এসব শেল্ফ এক ধরনের কর্কের মতো কাজ করে যা এন্টার্কটিক মহাদেশের বরফ ধরে রেখেছে। বরফের এসব শেল্ফ যদি না থাকত তাহলে আরও অনেক বরফ এই মহাদেশ থেকে ভেসে চলে যেতো। সেগুলো গলে তার পানি গিয়ে পড়ত সমুদ্রে তখন সেখানে পানির উচ্চতা বেড়ে যেত।-বিবিসি অবলম্বনে।
×