ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তা বানালেন পক্ষাঘাতগ্রস্ত

প্রকাশিত: ০৫:৪০, ১২ জানুয়ারি ২০১৭

রাস্তা বানালেন পক্ষাঘাতগ্রস্ত

গত তিন বছর ধরে শশী প্রতিদিন নিজের বাড়ির বাইরে রাস্তা তৈরির জন্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। ভারতের কেরলের বাসিন্দা ৫৯ বছর বয়সী শশীর শরীরের একাংশ প্যারালাইজড। কিন্তু কোনরকম শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি। অবশেষে নিজ লক্ষ্যে পৌঁছেছেন তিনি। নারকেল গাছে উঠে নারকেল পাড়া পেশা ছিল শশীর। কিন্তু ১৮ বছর আগে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান তিনি। ডান হাত এবং বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। খুব ধীরে ধীরে হাঁটতে হতো তাঁকে। পরিবারের ভরণপোষণের চিন্তায় তিনি গ্রাম পঞ্চায়েতের কাছে অনুরোধ করেছিলেন তাকে একটি তিন চাকার গাড়ির ব্যবস্থা করে দিতে যাতে তিনি ছোট কোন ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু তাকে বলা হয় গাড়ি চালানোর জন্যে কোন পাকাপোক্ত রাস্তাই নেই তার বাড়ির কাছে। অবশেষে তিন বছরের চেষ্টায় তৈরি করে ফেললেন আস্ত একটি রাস্তা।-ডেকান ক্রনিকল অবলম্বনে।
×