ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দাবাড়ু রোবট!

প্রকাশিত: ০৫:৩৪, ১২ জানুয়ারি ২০১৭

দাবাড়ু রোবট!

ঘরকন্না থেকে হাসপাতালের নার্স সব জায়গাতেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের পদচারণা। তবে শুধু বাদ ছিল খেলার মাঠ। এবার সেই খেলার মাঠও দখল করতে আসছে রোবট। তাইওয়ানের আইটিআরআই নামক এক প্রতিষ্ঠানের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক রোবট তৈরি করেছে যেটি দাবার কোর্টে তার পারদর্শিতার প্রমাণ দিয়েছে। একের পর এক চাল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এক প্রযুক্তি পণ্য প্রদর্শনীতে এই দাবারু রোবট এটির পারদর্শিতা প্রমাণ করে। আইটিআরআই লেউইস লিয়ো বলেন ধরুন আপনি টেবিলে বসে আছেন। কেটলি থেকে ঢেলে এক কাপ কফি এগিয়ে দেয়া হলো আপনার দিকে। আপনি কফি কাপে একটা চুমুক দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে তৃপ্তির শব্দ করলেন ‘আহ!’ কিংবা সামনে দাবার বোর্ড। আপনি গম্ভীর মুখে চাল দিচ্ছেন, পাশাপাশি চাল দিচ্ছে আপনার প্রতিপক্ষও। ভাবছেন, কার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে, এক রোবটের কথা। আপনার কফির কাপ এগিয়ে দেয়া ও দাবার বোর্ডে পাল্টা চাল দেয়া পক্ষ কোন ব্যক্তি নয় স্রেফ একটা রোবট। বুদ্ধিমান রোবট অবশ্যই। এখন পর্যন্ত তৈরি ঘরের কাজ করে দেয়া চাকর রোবট নয়, এ হলো আপনার বিনোদনের সঙ্গী বুদ্ধিমান রোবট। তিনি আরও বলেন, এই রোবট লোক চেনা এবং স্থান শনাক্তকরণের কাজটাও করতে পারে।-ডেইলি মেইল অবলম্বনে।
×