ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

প্রকাশিত: ০৫:৩৩, ১২ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর সরকারের গত তিন বছরের উন্নয়ন-অগ্রগতি ও সফলতা তুলে ধরার পাশাপাশি বাকি দুই বছরের গৃহীত পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্র মতে, ১২ জানুয়ারি সরকারের তিন বছরপূর্তি দিবসের সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারী টেলিভিশন ও রেডিওতে সরাসরি তা সম্প্রচার করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নিরঙ্কুশ জয়লাভ করে টানা দ্বিতীয়বারের ক্ষমতায় আসে। ওই বছরের ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
×