ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন তারা ...

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জানুয়ারি ২০১৭

নতুন তারা ...

যুক্তরাষ্ট্রের নক্ষত্র গবেষক বিজ্ঞানীরা নতুন একটি তারা আবিষ্কার করেছেন। এজন্য ২০২২ সাল নাগাদ মহাকাশের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। একই কক্ষপথে থাকা দুটি নক্ষত্রের বিস্ফোরণই হবে এর কারণ। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, তারাটিকে খালি চোখেই দেখা যাবে। প্রথম ছয় মাস দৃশ্যমান থাকবে এই তারাটি। তারপর স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে। -জি নিউজ মাইক্রো ড্রোন! যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মাইক্রো ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। ৩টি এফ/এ-১৮ সুপার হর্নেট বিমান থেকে এক শ’ ৩ টি মাইক্রো ড্রোনের একটি ঝাঁক আকাশে ওড়ে। অতিক্ষুদ্র ড্রোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি। কোন নির্দেশ ছাড়াই এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে একটি দল হিসেবে কাজ করে। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এরা ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক, মিসাইল সব ধ্বংস করে দিতে পারে। -দ্য হিন্দু
×