ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাওয়ের সমালোচনা করায় চীনা প্রফেসর বরখাস্ত

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জানুয়ারি ২০১৭

মাওয়ের সমালোচনা করায় চীনা প্রফেসর বরখাস্ত

চীনের প্রয়াত চেয়ারম্যান মাও জেদংয়ের ১২৩তম জন্মবার্ষিকীতে অনলাইনে তার সমালোচনা করায় বরখাস্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর। ১৯৭৬ সালের ৯ ডিসেম্বর প্রয়াত মাও এখনও আধুনিক চীনের প্রতিষ্ঠাতা হিসেবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছে শ্রদ্ধার পাত্র। প্রতিটি ইউয়ান ব্যাংক নোটেও তার মুখচ্ছবি আছে। বিশেষত বামপন্থীরা তাকে শ্রদ্ধার চোখে দেখেন। খবর এএফপি’র। চীনের শ্যানডং জাইনঝু বিশ্ববিদ্যালয়ের ৬২ বছর বয়স্ক প্রফেসর দেং ঝিয়াও চাও মাওয়ের জন্মবার্ষিকীর দিন তার ওয়েইবে স্যোশাল মিডিয়া সাইটে তার সমালোচনা করে একটি মন্তব্য পোস্ট করেন। এতে তিনি চীনে দুর্ভিক্ষে ৩০ লাখ মানুষের মৃত্যু এবং সাংস্কৃতিক বিপ্লবে ২০ লাখ মানুষের মৃত্যুর জন্য মাওকে দায়ী করেন। পোস্টটি পরে ডিলিট করা হলেও এর ছবি অনলাইনে শেয়ার হয়। চীনে এমন প্রকাশ্য সমালোচনা খুবই বিরল। ফলে অনলাইনে এটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মাও সমর্থকরা প্রফেসর দেংয়ের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসে। কারও কারও হাতের ব্যানারে লেখা ছিল, ‘যে মাওয়ের বিরোধিতা করে সে জনগণের শত্রু’। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস সোমবার বলেছে, প্রফেসর দেংকে গত বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের কাউন্সিলরের পদ থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটিও একটি বিবৃতিতে বলেছে, দেং আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন না এবং ক্যাম্পাসে কোন সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করতে পারবেন না। গ্লোবাল টাইমস দেংকে বরখাস্ত করার কোন কারণও জানায়নি। শ্যানডং সরকার তাদের ওয়েবসাইটে বলেছে, সরকারী কাজে জাতীয় ও প্রাদেশিক নিয়মনীতি ভঙ্গ করায় দেংকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানান হয়নি।
×