ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্য সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ

পাকিস্তান সংলগ্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করছে চীন

প্রকাশিত: ০৩:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

পাকিস্তান সংলগ্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করছে চীন

জিনজিয়াংয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বা এ প্রদেশ ত্যাগে বাধা দেয়ার জন্য ২০১৭ য়ে চীন-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা হবে। জিনজিয়াং সরকারপ্রধানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। জিনজিয়াং সংলগ্ন পাকিস্তানের অস্থিতিশীল সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের গোপনে প্রবেশ বা ত্যাগ বন্ধ করার জন্য পাকিস্তানের অক্ষমতায় চীনের অসন্তোষের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে বেজিংয়ের এ পদক্ষেপকে। জঙ্গীরা পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে এবং সন্ত্রাসী হামলা চালানোর জন্য এ প্রদেশে ফিরে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জিনজিয়াং কমিউনিস্ট পার্টির নেতারা। জিনজিয়াংয়ের হোতান প্রিফেকচারে রবিবার এক অভিযানে ৩ সন্ত্রাসী নিহত হওয়ার পর নেতৃবৃন্দ এ অসন্তোষ ব্যক্ত করেন। এর আগে ২৮ ডিসেম্বর হোতান এলাকায় এক সন্ত্রাসী হামলায় ৫ ব্যক্তি নিহত হয়। চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যকার বন্ধুত্বকে চিরস্থায়ী বলে দাবি করে। কিন্তু জিনজিয়াংয়ে রাজনীতিবিদদের মধ্যে ক্রমেই উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে স্থানীয় সন্ত্রাসী ও পাকিস্তান এবং আফগানিস্তানে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। জিনজিয়াংয়ের চেয়ারম্যান সোহরাত জাকির আঞ্চলিক পিপলস কংগ্রেসে ভাষণে বলেন যে, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা শুরু করেছে সরকার। কাশগড় প্রিফেকচারের কমিউনিস্ট পার্টি প্রধানসহ কর্মকর্তারাও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। কাশগড়ে কমিউনিস্ট পার্টির কর্মকর্তা আনিওয়ার টুরসোন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে যে সন্ত্রাসীরা তৎপরতা চালিয়ে আসছে তারা অবৈধভাবে বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেয় এবং দেশে ফিরে আসে। জিনহুয়া বলেছে, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চীনের প্রধান রণাঙ্গন হচ্ছে জিনজিয়াং।
×