ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রদূত ও গবর্নর আহত ॥ জাতিসংঘের নিন্দা

আফগানিস্তানে সন্ত্রাসী হামলা ॥ আমিরাতের ৫ কূটনীতিক নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ১২ জানুয়ারি ২০১৭

আফগানিস্তানে সন্ত্রাসী হামলা ॥ আমিরাতের ৫ কূটনীতিক নিহত

আফগানিস্তানের কান্দাহারে প্রাদেশিক সরকারের একটি অতিথিশালায় সন্ত্রাসী হামলায় সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তাদের রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আবদুল্লাহ আল কাব ও প্রাদেশিক গবর্নর হুমায়ুন আজিজি। জাতিসংঘ বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহারে চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘কূটনৈতিক দূতসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচার হামলা মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। ফলে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জাতিসংঘ আফগানিস্তান এবং সংযুক্ত আরব-আমিরাতের জনগণ ও সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করে। জাতিসংঘ এসব হামলার ঘটনায় জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছে। খবর বিবিসি ও এএফপি’র। মঙ্গলবারের এ হামলায় মোট ১১জন নিহত এবং আহত হন ১৭ জন। বুধবার সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমগুলো পাঁচ কূটনীতিক নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তাদের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কূটনীতিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটার বার্তায় লিখেছেন, মানুষ হত্যার জন্য মানবিক, নৈতিক বা ধর্মীয় মূল্যবোধের কোন বাছবিচার করা হয়নি। তালেবান জানিয়েছে, তারা এ হামলা চালায়নি। স্থানীয় অন্তর্কোন্দলের ফলে এ হামলা। আফগানদের মানবিক সাহায্য দিতে বেশ কিছু প্রকল্প উদ্বোধনের জন্য কান্দাহারে গিয়েছিলেন আমিরাতের কূটনীতিকরা। আফগানদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে সংযুক্ত আরব আমিরাত। কাবুল ও হেলমান্দে নিহত ৪০ ॥ কান্দাহারের হামলা ছাড়া মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে দুটি আত্মঘাতী হামলায় নিহত হয় ৩৩ জন এবং আহত হয় ৭০ জন। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। নিহতদের বেশির ভাগই পার্লামেন্টের স্টাফ। তালেবান জঙ্গীরা জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ‘দ্য ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি’ (এনডিএস) স্টাফদের বহনকারী মিনিবাস। দারুল আমান এলাকায় মিনিবাসে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। আর এর পরপরই ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গাড়িবোমা হামলা চালায় আরেকজন। আফগান কয়েকজন কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থা এনডিএস-এর জেলাপ্রধান রয়েছেন। আর আহতদের মধ্যে আছেন পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একজন এমপি রহিমা জামি। কাবুলে কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এ জঘন্য হামলার পেছনে জড়িতদের আটক করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া হেলমান্দ প্রদেশে পৃথক আরেক হামলায় নিহত হয় সাতজন। প্রদেশের রাজধানী লশকার গায়ে স্থানীয় গোয়েন্দাদের বাসভবনে এ হামলা চালানো হয়। এর দায়ও তালেবান স্বীকার করেছে।
×