ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এম মনসুর আলী

ঢাকা হবে মৃত্যুপুরী!

প্রকাশিত: ০৩:৩৫, ১২ জানুয়ারি ২০১৭

ঢাকা হবে মৃত্যুপুরী!

জনচাপে ভারাক্রান্ত ঢাকা শহরে যেসব উঁচুতলার ভবন নির্মাণ করা হচ্ছে, তার বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয়। পৃথিবীতে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দুটি শহরের মধ্যে ঢাকা একটি। ধারণা করা হয় বাংলাদেশে যদি ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশের অনেক জায়গাতেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা পরিণত হবে রানা প্লাজার মতো ধ্বংসস্তূপে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা শহর একটা আতঙ্কের নাম। এ শহরের অনেক ভবনই নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে বহু ভবনই ভূমিকম্প সহনীয় নয়। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় রাতের বেলায় ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে ৯০ হাজার মানুষ হতাহত হবে এবং ৭২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, ঢাকা মহানগরীর ৬৫ শতাংশ ভবন জলাশয় ভরাট করে বালুমাটির ওপর নির্মাণ করা হয়েছে, যা মাত্র ৬ মাত্রার ভূমিকম্পে ভেঙ্গে পড়তে পারে। রাজধানীর পূর্ব ও পশ্চিমে জলাশয় ভরাট করে গড়ে ওঠা ভবনগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের মতো মহাবিপর্যয় থেকে বাঁচতে নিয়মনীতি মেনে ভবন বানানো উচিত। অতিরিক্ত বহুতল ভবনে ভারাক্রান্ত ঢাকা অন্যতম ভূমিকম্প-ঝুঁকির শহর হওয়ায় এখানে ভবন নির্মাণে সতর্কতা অবলম্বন করা দরকার। খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ না করে, জীবন বাঁচাতে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করা উচিত। কারণ সম্পদ নয়, জীবনই মূল্যবান। সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া থেকে
×