ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিন সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবোচরে আটকা

প্রকাশিত: ০৩:০০, ১১ জানুয়ারি ২০১৭

সেন্টমার্টিন সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবোচরে আটকা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী একটি জাহাজ বঙ্গোপসাগরে ডুবোচরে আটকা পড়ে সাত শতাধিক যাত্রী হয়রানির শিকার হয়েছে। পরে অবশ্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই জাহাজে করে পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকাল ১১টায় ৭৫০ পর্যটক নিয়ে এলসিটি কাজল নামের জাহাজটি সাগর উপকূলের নাক্ষংদিয়া এলাকায় ডুবোচরে আটকা পড়ে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম জানান বঙ্গোপসাগরের নাক্ষংদিয়া নামক এলাকায় ডুবোচরে আটকা পড়া পর্যটকরা সন্ধ্যায় টেকনাফ এসে পৌছেছে। পর্যটকরা অভিযোগ করেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী বহন ও অদক্ষ কর্মচারী দিয়ে জাহাজ চলাচল করাতে পর্যটকদের হয়রানির শিকার হতে হচ্ছে।
×