ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা খুন, অগ্নিসংযোগ

প্রকাশিত: ০২:১৩, ১১ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা খুন, অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় আওয়ামী লীগ এক নেতাকে দুর্বৃত্তরা গুলি ও উপর্যুপরি কুপিয়ে খুন করেছে। নিহতের নাম লুৎফর রহমান সাবু (৪৫)। তিনি বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা এবং একজন গ্রাম্য চিকিৎসক। আজ বুধবার বেলা দেড়টার দিকে জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গোরস্থানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত ডাক্তার লুৎফর রহমান সাবু হালসা বাজারে চিকিৎসা শেষে বেলা দেড়টার দিকে মটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিপধ্যে আমবাড়িয়া গোরস্থানের কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে সাবুকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। নিহত লুৎফর রহমান সাবু গত ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন এবং তিনি মিরপুর উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি তিনি বিএনপি রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। এঘটনার পর উত্তেজিত জনতা জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ জানান, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উৎঘটনের চেষ্টা চলছে।
×