ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কল্যাণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ২৩:০২, ১১ জানুয়ারি ২০১৭

কল্যাণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে তিন কার্যদিবসের মধ্যে জেলেগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে কল্যাণের তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই আবেদন করা হয়। অপরদিকে কল্যাণের আইনজীবী মোহাম্মদ ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি শুনানিতে বলেন, মামলাটি জামিনযোগ্য ধারার তাই তাকে জামিন দেয়া হোক। এদিকে বাদীপক্ষের আইনজীবী তার রিমান্ডের জোর আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, মঙ্গলবার আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর পান্থপথে প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন জিয়া। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য জিয়া ইসলামকে মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে। আজ সকাল ১০টার দিকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বলেন, জিয়া ইসলামের অবস্থা অপরিবর্তিত আছে।
×