ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২২:২৩, ১১ জানুয়ারি ২০১৭

শেরপুরে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ শ্লোগানকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরে আয়োজিত ৩ দিনব্যাপী জেলা উন্নয়ন মেলার সমাপনী দিনে আজ বুধবার দুপুরে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। ওইসময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×