ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালতলীর ইউএনও’র জীবননাশের হুমকি ॥ হিসাব রক্ষক গ্রেফতার

প্রকাশিত: ২২:২১, ১১ জানুয়ারি ২০১৭

তালতলীর ইউএনও’র জীবননাশের হুমকি ॥ হিসাব রক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে একটি মামলার শুনানী চলাকালে ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ তৈছিফ আহম্মেদের সাথে বরগুনা জেলা পরিষদের হিসাব রক্ষক সোলায়মান তালুকদারের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় সে ইউএনওকে বিচার কাজে বাঁধা ও জীবন নাশের হুমকি দেয় সোলায়মান তালুকদারের । এ ঘটনায় ইউএনও তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আজ বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ফখরুদ্দিন আহম্মেদ মুঠোফোনে বলেন এ বিষয়ে কোন কাগজপত্র পাইনি। কাগজপত্র পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×