ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুমধুমে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু

প্রকাশিত: ১৯:০৭, ১১ জানুয়ারি ২০১৭

ঘুমধুমে ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পার্বত্য নাইক্ষ্যংছড়ির অজপাড়া গাঁ উত্তর ঘুমধুম বড় বিলে প্রায় অর্ধ শতাধিক হত দরিদ্র পরিবারের লোকজনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে মরহুম আবদুর রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডাক্তার শামশুল আলমের জান্নাত ফার্মেসীতে এ চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে। প্রতিমাসে একবার এখানে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানা গেছে। চিকিৎসা ক্যাম্পে শুভ উদ্ভোধন করেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজ। মরহুম আবদুর রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সেলিম উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জামালের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, ঘুমধুম ইউপির সাবেক মেম্বার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম সোবহান সিকদার, সাবেক মেম্বার আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, আবদুর রহমান, ডাক্তার শামশুল আলম, সাংবাদিক গফুর, প্রমূখ।
×