ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান বেকারি নতুন ঠিকানায়

প্রকাশিত: ০৮:৩৭, ১১ জানুয়ারি ২০১৭

হলি আর্টিজান বেকারি নতুন ঠিকানায়

স্টাফ রিপোর্টার ॥ গুলশান এ্যাভিনিউর ্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্প পরিসরে নতুনভাবে সাজানো হয়েছে হলি আর্টিজান বেকারি। সম্প্রতি হলি আর্টিজানের ফেইসবুক পেইজে মঙ্গলবার থেকে বেকারিটি নতুন ঠিকানায় খোলার ঘোষণা দেয়া হয়। জঙ্গী হামলায় দেশী-বিদেশী অতিথিদের মৃত্যু আর জিম্মি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতার পর বন্ধ হয়ে যাওয়া হলি আর্টিজান বেকারি নতুন বছরে, নতুন আঙ্গিকে আবারও তার যাত্রা শুরু করেছে। গুলশান হামলার ছয় মাস পর মঙ্গলবার থেকে বেকারিটি খোলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক ব্যবস্থাপক। ‘নিরাপত্তার স্বার্থে’ নাম প্রকাশে অনিচ্ছুক এ ব্যবস্থাপক বলেন, এখন তারা মাত্র ৫০০ বর্গফুট জায়গায় বেকারিটি চালু করেছেন, যা আগে ছিল দুই হাজার বর্গফুট জায়গা, একসঙ্গে বসতে পারতেন ৫০ জন অতিথি। এখন আপাতত ২০ জনের বসার ব্যবস্থা রাখা হয়েছে।’
×