ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭৩ টাকার ওষুধে লাগছে ৪০০ টাকা

প্রকাশিত: ০৮:২৭, ১১ জানুয়ারি ২০১৭

১৭৩ টাকার ওষুধে লাগছে ৪০০ টাকা

বিডিনিউজ ॥ ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জিএসকের শ্বাসকষ্টজনিত সমস্যার একটি ওষুধে বাংলাদেশের বাজারে দ্বিগুণের বেশি দাম রাখা হচ্ছে। ওই কোম্পানি ও ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলছেন, তারা এই ধের দাম বাড়াননি। বসুন্ধরা আবাসিক এলাকার ‘তামান্না ফার্মেসিতে’ সোমবার সকালে ভেন্টোলিন ইনহেলার কিনতে যান মাহবুবা হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমি এটা ১৭৩ টাকায় কিনি। কিন্তু সোমবার সকালে তারা ৪০০ টাকা চাইল। পরে আমি বাংলাদেশে তৈরি করা একই ইনহেলার কিনে আনি।’ শুভ আহমেদ নামে ওই ফার্মেসির একজন বিক্রেতা এ বিষয়ে টেলিফোনে বিডিনিউজকে বলেন, ‘চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে। পাইকারি বাজার থেকে গায়ে লেখা দামের চেয়ে বেশি টাকা দিয়ে এটা আমাদের কিনতে হয়।’ শীতের সময়ে শ্বাসকষ্ট এবং এ্যাজমার জন্য ভেন্টোলিন ইনহেলার দিয়ে থাকেন চিকিৎসকরা।
×