ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবর্নর-আরাস্তুখান সাক্ষাত

ইসলামী ব্যাংকের শীর্ষ ৩৫ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০৮:০০, ১১ জানুয়ারি ২০১৭

ইসলামী ব্যাংকের শীর্ষ ৩৫ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় বিরাট পরিবর্তনের পর এবার শীর্ষ পর্যায়ের ৩৫ কর্মকর্তার বিভাগ বদল করা হয়েছে। মঙ্গলবার ব্যাংক সূত্রে এই বদলির খবর জানা গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরাস্তু খান। ডিএমডি আব্দুস সাদেক ভূঁইয়াকে আন্তর্জাতিক ব্যাংকিং উইং থেকে বদলি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উইং, মোঃ শামসুজ্জামানকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন উইং থেকে ব্যাংক পরিচালন উইং, মনিরুল মওলাকে কর্পোরেট বিনিয়োগ উইং-১ থেকে রিটেইল বিনিয়োগ উইং, মোঃ ইকবাল কবির মোহন মিয়াকে কর্পোরেট বিনিয়োগ উইং-২ থেকে উন্নয়ন উইং, মোহাম্মদ আলীকে বিনিয়োগ প্রশাসন উইং থেকে ঝুঁকি ব্যবস্থাপনা উইং, আবু রেজা মোঃ ইয়াহিয়াকে পর্ষদ সচিবালয় থেকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন উইং এ বদলি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান। মঙ্গলবার আরাস্তু খান সাক্ষাতের জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার গবর্নরের সঙ্গে সাক্ষাত করেন তিনি। চার জনের পদোন্নতি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির চার কর্মকর্তা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মোঃ ইয়াহিয়া। এর আগে তারা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
×