ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান ও আইসিটি বিষয়ে বিশ্বের বৃহত্তম ক্লাসের উদ্যোগ

প্রকাশিত: ০৭:৫২, ১১ জানুয়ারি ২০১৭

বিজ্ঞান ও আইসিটি বিষয়ে বিশ্বের বৃহত্তম ক্লাসের উদ্যোগ

বিডিনিউজ ॥ তিন হাজার ২শ’ ছাত্রছাত্রীর অংশগ্রহণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে হতে যাচ্ছে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান ও আইসিটি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস। ‘বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস’ হিসেবে এই ব্যবহারিক ক্লাসটি গীনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হবে এক বিজ্ঞতিতে জানিয়েছেন এই ক্লাসের আয়োজক কুলিয়ারচর উপজেলার ইউএনও উর্মি বিনতে সালাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বেলা ১১টায় কুলিয়ারচর থানার মাঠে হতে যাওয়া এই ব্যবহারিক ক্লাসে কুলিয়ারচর উপজেলার পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর তিন হাজার ২শ’ ছাত্রছাত্রী অংশ নেবে। আর বিজ্ঞান ও আইসিটি বিষয়ক এই ব্যবহারিক ক্লাসটি পরিচালনায় থাকছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ক্লাস পরিচালনায় অধ্যাপক জাফর ইকবালকে সহায়তা করবেন কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ জন শিক্ষক। আয়োজকরা জানান, বিশ্বের সবচেয়ে বড় এই ব্যবহারিক ক্লাসটির জন্য ইতোমধ্যে কুলিয়ারচর থানার মাঠে ২৪৬ ফুট দৈর্ঘ্য ও ১৭২ ফুট প্রস্থের একটি অস্থায়ী ক্লাসরুম তৈরি করা হয়েছে। পুরো স্থানটি ১০ ফুট উচ্চতার সাদা কাপড়ে ঘিরে সেখানে ২১টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। ক্লাসে অংশ নিতে যাওয়া তিন হাজার ২শ’ ছাত্রছাত্রীর মধ্য থেকে প্রতি দুজনকে নিয়ে থাকবে একটি গ্রুপ। তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে বেঞ্চের।
×