ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেট জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল

বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:২০, ১১ জানুয়ারি ২০১৭

বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ দর্শকদের উপচেপড়া ভিড়ে শেষ হলো ‘সিলেট জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট।’ সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ফাইনাল সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ বনাম বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ৪-৩ গোলে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন বিজয়ী দলের গোলরক্ষক রাজ্জাক। স্টেডিয়ামের গ্যালারিগুলো দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের প্রতিটিক্ষণই ছিল উত্তেজনায় ভরপুর। হাজার হাজার দর্শকের মুহুর্মুহু করতালি ও উত্তেজনায় স্টেডিয়াম যেন নান্দনিক ও শৈল্পিক খেলায় এক মহোৎসবে পরিণত হয়। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ কোন্্ দক্ষিণ আফ্রিকা দল! স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেটিকে কার্যত দক্ষিণ আফ্রিকা ‘বি’ দল বলে আখ্যায়িত করা যায়। ১৩ জনের স্কোয়াডে নতুন মুখই ৬ জন, অধিনায়ক আবার ফারহান বেহারদিয়ান। টেস্ট শেষে ২০ জানুয়ারি শুরু তিন ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়া নির্বাচকম-লী। ২০ ওভারের ক্রিকেটের নিয়মিত মুখ বলতে বেহারদিন, ডেভিড মিলার, ইমরান তাহির আর এ্যারন ফাঙ্গিসো। এই চারজন ছিলেন গত বিশ্ব টি২০ বিশ্বকাপে খেলা সর্বশেষ দলে। কাউন্টি ক্যারিয়ার বেছে নেয়ার কারণে বিবেচিত হননি পেসার কাইল অ্যাবট ও ডেভিড ওয়াইজ। দক্ষিণ আফ্রিকার টি২০ দল ॥ ফারহান বেহারদিয়ান (অধিনায়ক), থিউনিস ডি ব্রুইন, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেইনো কুহন, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, এ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফিহলুকায়ো, জন-জন স্মুটস।
×