ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহস্য তরঙ্গের খোঁজ

প্রকাশিত: ০৬:০২, ১১ জানুয়ারি ২০১৭

রহস্য তরঙ্গের খোঁজ

কোথা থেকে এসেছিল রহস্যজনক রেডিও ওয়েভ? এতদিন ধরে তন্ন তন্ন করে খুঁজছিলেন বিজ্ঞানীরা। ১০ বছর পর মিলল উত্তর। অবশেষে চিহ্নিত করা গেল সেই তরঙ্গের উৎস। আর তা মোটেই কাছেপিঠে নয়। ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে এসেছিল সেই তরঙ্গ। এক খর্বাকৃতি গ্যালাক্সি থেকে এসেছিল ওই তরঙ্গ। বিজ্ঞানীরা প্রথম সেই তরঙ্গ চিহ্নিত করেছিল ১৬ বছর আগে। এর পর থেকে অন্তত ১২টি ওয়েভের খোঁজ পাওয়া গেছে। এসব তরঙ্গই আকারে ছোট হয় ও উজ্জ্বল হয়। এগুলো কয়েক মিলিসেকেন্ডের জন্য স্থায়ী হয়। ফলে এগুলোর কারণ কি? কোথা থেকে আসে, তা চিহ্নিত করা খুবই কঠিন হয়ে যায় মহাকাশ গবেষকদের পক্ষে। ২০১৬’র মার্চে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, অন্তত ১০টি রেডিও তরঙ্গ এসেছে একই উৎস থেকে। বছর শেষে তারা দেখেন ওই একই জায়গা থেকে আসছে আরও ছ’টি তরঙ্গ। নেচার এ্যান্ড দ্য এ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। কোথা থেকে এগুলো আসছে সেটা খুঁজে বের করা সম্ভব হয়েছে। এবার এগুলোর পেছনে কি কারণ রয়েছে, সেটাও খুঁজে বের করা সম্ভব হবে। কোন নক্ষত্র থেকে এগুলো আসছে বলে অনুমান করা হচ্ছে।-ওয়েবসাইট অবলম্বনে
×