ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঙ্কেত অনুধাবন করতে পারবে

প্রকাশিত: ০৬:০১, ১১ জানুয়ারি ২০১৭

সঙ্কেত অনুধাবন করতে পারবে

বিকলাঙ্গদের জন্য হাত-পাসহ কৃত্রিম অঙ্গ আগেই তৈরি হয়ে গেছে। এবার তা আরও উন্নততর প্রযুক্তিতে তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দৃষ্টিহীনদের জন্য কৃত্রিম দৃষ্টি সংযোজন এবং মস্তিষ্কে তরঙ্গ সৃষ্টির মাধ্যমে অসাড় অঙ্গ-প্রত্যঙ্গকে সঞ্চালিত করার উপায়। এটা এখন আর চিন্তা-ভাবনার পর্যায়ে নেই। রীতিমতো কাজও শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অবস্থিত কনজুমার ইলেক্ট্রনস শো নামের একটি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জীবনযাত্রা আরও উন্নত, সহজ ও সহনীয় করার উদ্দেশে এ প্রকল্প হাতে নিয়েছে। এ উদ্দেশে নানা ধরনের কাজ করছে তারা। অনেক উপায়ের কথা ভাবা হয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে সেসব উপায়কে বাস্তবে রূপদানের কাজ চলছে। ম্যাসাচুসেটসভিত্তিক ব্রেনরোবটিকস এক ধরনের কৃত্রিম পা উদ্ভাবন করেছে, যা শরীরের পেশিশক্তির সাহায্যে কাজ করবে। এটা বর্তমানে যেসব কৃত্রিম পা বা হাত রয়েছে তার চেয়ে অনেক উন্নত কাজ করবে এবং প্রতিবন্ধীরা তাদের জীবনের স্বাভাবিক গতি অনেকটাই ফিরে পাবে। উদ্ভাবকরা অন্তত এমনটাই আশ্বাস দিচ্ছেন। বাইচেং হ্যান নামের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষক দলটির নেতৃত্বে রয়েছেন। তিনি বলেন, এ ধরনের কাজে লাখ লাখ ডলার ব্যয় হয়। আমরা চাইছি মাত্র তিন হাজার ডলার খরচায় প্রতিবন্ধীদের কাছে এই সেবা পৌঁছাতে। রোবটিকস ইঞ্জিনিয়ার কাচপের পুকজিদ্নোভস্কি বলেন, আগামী বছর কৃত্রিম হাত বাজারে ছাড়া সম্ভব হবে। এই হাত হবে সবচেয়ে বেশি স্বাভাবিক কাজ করার ক্ষমতাসম্পন্ন। এই হাত মাংসপেশির সঙ্কেত অনুধাবন করতে পারবে। ডিজিটাল ট্রেন্ডস অবলম্বনে।
×