ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে দশ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জানুয়ারি ২০১৭

সিলেটে দশ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ১০ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধনের ফলক উন্মোচন করেন তিনি। প্রকল্পগুলো হচ্ছেÑ সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দীপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি কর্পোরেশনের নির্মিত ৪টি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১ এর ভবন, লাক্কাতুড়া হাইস্কুল, বাদাঘাট পল্লী বিদ্যুত সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুলো প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। এসব প্রকল্প সরকারী অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। ফলক উন্মোচন শেষে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা এই ভবনের উদ্বোধন করায় আদালতের আইনজীবীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। ভবনটি নির্মাণের ফলে ৫ নম্বর বারের আইনজীবীদের পেশাগত কার্যক্রমের দুর্ভোগ যেমন কমবে, তেমন বিচার প্রার্থী লোকজনও এর সুফল ভোগ করবেন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। শতবছরের পুরনো টিনশেডের একটি ভবনে সিলেট জেলা আইনজীবী সমিতির বার হল-৫ এর কার্যক্রম পরিচালনা করে আসছিলেন আইনজীবীরা। ২০১০ সালের ২২ এপ্রিল বৈশাখী ঝড়ে ভবনের পাশের রেন্ট্রিগাছ ভেঙ্গে পড়ে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে পরের বছর অর্থমন্ত্রীর সহায়তায় সরকারী অর্থায়নে ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১১ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরে পাঁচ তলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলায় রয়েছে বার হল, এ্যাডভোকেট চেম্বার, লিফট, বাথরুম, ইউরিনাল ও টয়লেট। ভবনের সর্বমোট পরিসর ২১ হাজার ৮শ’ ৮৩ দশমিক ৭২ বর্গফুট। সমিতির সভাপতি একেএম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট আদালত নিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিমাখা মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্কুলজীবনে প্রায়শই আইনজীবী সমিতির বার্ষিক সভায় প্রতিযোগিতায় অনুষ্ঠানে যোগ দিতেন তারা। সে সময়ে শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে অন্যরকম উচ্ছ্বাস বিরাজ করত। মানসিক সুস্থতা ও রুচির বিকাশে এসবের দরকার। তাই তিনি সমিতির নেতৃবৃন্দকে আগের সেই কার্যক্রম পুনরুদ্ধার অথবা চলমান রাখার আহ্বান জানান। সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জোবায়ের বখত জুবেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মুমেন ও সিলেট গণপূর্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম।
×