ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ২৪ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জানুয়ারি ২০১৭

দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ২৪ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের নির্মিত ও শিশুদের মানস উপযোগী চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব। এবার অনুষ্ঠিত হবে উৎসবের ১০তম আয়োজন। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে আগামী ২৪ থেকে ৩০ জানুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে একইসঙ্গে ঢাকা, রাজশাহী ও রংপুরে। পরবর্তীতে ৩ ও ৪ ফেব্রুয়ারি এ উৎসব চলবে চট্টগ্রামে। এবারের উৎসবে অংশগ্রহণ করবে ৫৪টি দেশ। বিনা দর্শনীতে শিশুসহ তাদের অভিভাবকরা উপভোগ করতে পারবেন এ উৎসব। প্রতি বছরের মতো এবারও চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব পরিচালক মোহাম্মদ আবীর ফেরদৌস। সঞ্চালনা চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী। এছাড়া বক্তব্য দেন উৎসবের উদ্যোক্তা চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। মোরশেদুল ইসলাম বলেন, ২০০৬ সালে যখন এই উৎসবের সূচনা হয় তখন শিশুদের চলচ্চিত্র নিয়ে তেমন কোন ভাবনা ছিল না সমাজ ও রাষ্ট্রের। এমন প্রেক্ষাপটে সমাজ ও রাষ্ট্র যেন শিশুদের চলচ্চিত্রের বিষয়ের গুরুত্ব দেয় সেই ভাবনাটাই এ উৎসব আয়োজনের মূল লক্ষ্য। এ উৎসবের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটছে। সংস্কৃতি বোধসম্পন্ন হয়ে গড়ে উঠছে শিশুরা। তারা নিজেরাই ছবি নির্মাণ করছে এবং উৎসবের আয়োজন করছেÑ এটা আজ অনেক বড় সাফল্যে পরিণত হয়েছে। উৎসব সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের রাজধানীর মূল ভেন্যু হবে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে। গণগ্রন্থাগার ছাড়া রাজধানীর অন্য ভেন্যুগুলো হলো জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজের ধানম-ি ও উত্তরা শাখা, ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তন। এবারের উৎসবে সারাদেশে মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবকসহ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। এবারও ইয়াং বাংলাদেশী ট্যালেন্ট শীর্ষক বিভাগটি রয়েছে, এতে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিবেন। এছাড়াও রয়েছে সোস্যাল ফিল্ম সেকশন, যেখানে আবহাওয়া ও জলবায়ু নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোকে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এ বিভাগে উৎসব কমিটির দ্বারা মনোনীত বাংলাদেশসহ অন্যান্য দেশের মোট ২০টি চলচ্চিত্র অংশ নিবে। এছাড়া এবার প্রথমবারের মতো বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতা বিভাগ থাকছে, যেখান থেকে একটি চলচ্চিত্রকে পুরস্কার দেয়া হবে। এবার উৎসবে বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ জন বিদেশী অতিথি উৎসবে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ১২৫ জন শিশু প্রতিনিধি অংশ নেবেন এ উৎসবে। রাজধানীর উৎসব ভেন্যুগুলোয় শিক্ষার্থীদের অংশ নেয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন স্কুল ও কর্র্র্তৃপক্ষকে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবে আসার জন্য এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা থাকবে। বাতিঘরের ঊর্ণাজাল নাটকের দশম প্রদর্শনী ॥ নাট্যদল বাতিঘরের নতুন নাটক ‘ঊর্ণাজাল’। প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির দশম প্রদর্শনী অনুষ্ঠিত হলো। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দেশে ফিরে স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখ- জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘূণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিব কেটে নেয় কে বা কারা। এই সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনী। মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা এই নাটকে ঘুরেফিরে এসেছে। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্ত নীল, ফিরোজ মুনীর, সঞ্জয় হালদার, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, সাদিয়া ইউসুফ বৃতা, ফয়সাল, চেরী, স্মরণ, অপূর্ব কুমার প্রমুখ।
×