ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু কাল

প্রকাশিত: ০৫:৪৮, ১১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট  শুরু কাল

মিথুন আশরাফ ॥ ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামার পালা বাংলাদেশের। বৃহস্পতিবারই প্রথম টেস্ট দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভোর চারটায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট খেলতে নামবে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এই টেস্ট সিরিজে খেলতে নামার আগে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দলের ক্রিকেটারদের মধ্যে হতাশা ঘিরে ধরেছে। দল বিধ্বস্ত হয়ে পড়েছে। এরপরও নতুন ফরমেট এবার। নির্ধারিত ওভারের খেলা নয়, দীর্ঘ পরিসরের খেলা। সেই হতাশা, বিধ্বস্ত অবস্থা দূর করে নতুন প্রাণের খোঁজ মিলতেও পারে। নতুন আশা মিলতে পারে। কিন্তু সেই আশায় আবার খানিক শঙ্কাও থাকছে। একাধারে তিন ক্রিকেটার যে পুরোপুরি ফিট নন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম টেস্ট খেলার জন্য প্রস্তুত। কিন্তু প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মুশফিক কী পুরোপুরি ফিট? সেই প্রশ্ন থাকছে। টেস্ট খেলা দীর্ঘ সময়ের। ব্যাটিং দীর্ঘক্ষণ করলে আবার কী প্রভাব পড়তে পারে না? আর ফিল্ডিংয়ে মুশফিকতো উইকেটের পেছনে থাকেন। উইকেটরক্ষকের ভূমিকায় টানা থাকলেও কী সমস্যা দেখা দিতে পারে না? এ নিয়েই আছে শঙ্কা। এরপরও মুশফিক নিশ্চয়ই প্রস্তুত ভাল কিছু করে দেখাতে। তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ইনজুরিতে পড়েছেন। দুইজনই ওয়েলিংটনে অনুশীলন করেছেন। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন। এ দুই ওপেনার এখন পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলেই হয়। না হলে দল টেস্টেও বিধ্বস্ত হয়ে পড়তে পারে। হতাশা আবারও ঘিরে ধরতে পারে। এরআগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে সর্বশেষ দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মাটিতে হওয়া সেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ড্র করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে একটি টেস্টেও জিততে দেয়নি। প্রথম টেস্টে চট্টগ্রামে দাপটের সঙ্গে খেলে ড্র করেছে। দ্বিতীয় টেস্টে মিরপুরে বৃষ্টি বাগড়া দেয়। টেস্টটি ড্র হয়। তবে এর আগে হওয়া পাঁচ টেস্ট সিরিজে জিতে নিউজিল্যান্ডই। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচে হারে বাংলাদেশ। ২০০১ ও ২০০৮ সালেও একই দশা হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে হওয়া প্রতিটি টেস্ট সিরিজেই বড় ব্যবধানে হার হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে ৫টি টেস্ট খেলে তিনটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ১১টি টেস্ট খেলে ৮টিতে হারে। বাকি তিনটিতে ড্র করে। এবার কী হবে? বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ভাল কিছুর আশাতেই আছেন। অভিষেক টেস্ট খেলতে নামবেন তাসকিন। সেই টেস্টে ভাল কিছুর প্রত্যাশা করছেন। বলেছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন ভাল বোলার আছে। আমাদের বিশ্বাস, এই বোলিংশক্তি নিয়ে আমরা ভাল কিছুই করব। আমরা যে সেটি পারি, তা আগেও প্রমাণ করেছি। আমাদের পেস আক্রমণও কিন্তু ফেলনা নয়। সবুজ পিচ দেখে আমাদের ফাস্ট বোলাররাও রোমাঞ্চিত। যাদের অভিজ্ঞতায় ঘাটতি আছে। তাদের মেধায় ঘাটতি নেই। আমাদের যা সামর্থ্য আছে, তার যদি যথাযথ প্রয়োগ ঘটাতে পারি, তাহলে যে কোনকিছু ঘটে যেতে পারে।’ তাসকিন আশা দেখাচ্ছেন। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে এখন দেখা যাক কি করে বাংলাদেশ।
×