ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যু আলোচনার জন্য সুচির বিশেষ দূত ঢাকায়

প্রকাশিত: ০৫:৪৭, ১১ জানুয়ারি ২০১৭

রোহিঙ্গা ইস্যু আলোচনার জন্য সুচির বিশেষ দূত ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আলোচনার লক্ষ্যে ঢাকায় এসেছেন মিয়ানমারের বিশেষ দূত ও দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিও তিন। তিনি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মিয়ানমারের বিশেষ প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন। গত ৯ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেশের পুলিশ চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। এর তিন মাস পর বাংলাদেশের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। আর এই লক্ষ্যেই ঢাকায় বিশেষ দূত হিসেবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিও তিনকে পাঠিয়েছে সে দেশের সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমারের বিশেষ প্রতিনিধি মঙ্গলবার ঢাকায় পৌঁছালেও আজ বুধবার থেকে তার মূল কর্মসূচী শুরু হবে। বুধবার সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকে বসবেন। মিয়ানমারের বিশেষ দূত ঢাকা সফর উপলক্ষে ঢাকা-নেপিতোর মধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান ইতোমধ্যেই ঢাকায় এসেছেন। মিয়ানমারের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা করা হবে, তা নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় থাকবে রোহিঙ্গা সমস্যা এবং এর দীর্ঘস্থায়ী সমাধান।
×