ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ নেতৃত্ব দেবেন শেখ হাসিনা

প্রকাশিত: ০৫:৪৭, ১১ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ নেতৃত্ব দেবেন শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার বিকেল ৪টায় আলোচনায় বসবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বঙ্গভবনের দরবার হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেবেন। প্রতিনিধি দলে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের সভাপতিম-লীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম সম্পাদকগণ। সোমবার আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়। জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে কী কী প্রস্তাব দেয়া হবে তার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবে আওয়ামী লীগ। তবে ইসি পুনর্গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তাতে পূর্ণ সমর্থন থাকবে দলটির। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলে থাকতে পারেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচটি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ জমির, সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল মতিন খসরু, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশমালা তৈরি জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ৪ জানুয়ারি গণভবনে দলের যৌথসভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন দলের উপদেষ্টাম-লীর সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহিউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, সাবেক রাষ্ট্রদূত মোঃ জমির, এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ কমিটি দলীয় প্রস্তাব ও সুপারিশমালা প্রাথমিকভাবে চূড়ান্ত করে গত ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন। ওইদিন গণভবনে অনানুষ্ঠানিক বৈঠকে প্রস্তাব ও সুপারিশমালাগুলো চূড়ান্ত হয়। এক্ষেত্রে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসরণ করা হয়। এসব প্রস্তাব ও সুপারিশমালা প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতির কাছে উত্থাপন করবেন। প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন কমিটির তিন জন সদস্য জানান, সংবিধানে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা রয়েছে। তারা আশা করেন, গতবারের মতো সার্চ কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে, তাই এই অল্প সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠনই সর্বোত্তম পন্থা বলে আওয়ামী লীগ মনে করে। সন্ধ্যায় প্রেস ব্রিফিং আ’লীগের ॥ এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত দলের প্রস্তাব ও সুপারিশ সম্পর্কে আজ বুধবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ।
×