ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৯, ১১ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর ॥ আটক ১ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়া উপজেলার ধোপাখালীর ছিটাবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা শেখ আতাহার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বেপরোয়া মারপিট ও ভাংচুর করেছে। এ সময় তারা কুপিয়ে, পিটিয়ে আতাহার হোসেনের ছেলে নেয়ামুল শেখ ও ফারুক শেখকে আহত করেছে। এর মধ্যে নেয়ামুলের হাতের একাধিক আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রাতেই মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রাক্তন মেম্বার মাহাতাবের ভাইপো বেল্লালের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ খবর শুনে তাৎক্ষণিক সদর আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাগেরহাট হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় মুক্তিযোদ্ধা শেখ আতাহার হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় মোস্তফা নামে এক অভিযুক্তকে আটক করেছে। পীরগঞ্জে অগ্নিকা-ে ৭ বাড়ি ভস্মীভূত সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০ জানুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টায় বাসিন্দাপাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা সাইদুল ইসলামের বসতবাড়ি ভাংচুর করেছে। জানা গেছে, জগন্নাথপুর মৌজায় ১.৬৯ একর সরকারী খাস জমি তরিকুল ইসলাম ও তার আত্মীয়রা ভোগ-দখল করেন। তরিকুল ইসলাম জমি দেখভাল করার জন্য এলাকার মারফত আলীকে দায়িত্ব দেন। সম্প্রতি ওই গ্রামের কয়েকজন লোক জমি বেআইনীভাবে দখল করে কাঁচা ঘরবাড়ি নির্মাণ করেন। ফলে মারফত আলী ও তার লোকজন সোমবার রাত ৭টায় ওই জমিতে অবৈধভাবে বসবাসকারী সাইদুল ইসলাম, আব্দুল জলিল ব্যাপারী, ধনু বেচারী, রফিকুল ইসলাম, আরিফুর ইসলাম, রবিন হাসদা, মহন সরেন, ঢেনামারডির বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত মোছাঃ কহিনুর বেগম সোমবার রাতে ১২ জনকে আসামি করে, পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা গেছে। ট্রলার ডুবে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১০ জানুয়ারি ॥ সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় নিখোঁজ থাকা তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে বিশখালী নদীর মানকি সুন্দর এলাকা থেকে আব্দুর রাজ্জাক রাজার ও সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট এলাকা থেকে তসলিম উদ্দিন ও আলম জমাদ্দারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ১১ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি পথ ভুল করে স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও এরা ডুবে নিখোঁজ থাকে। কলেজ ছাত্রী উদ্ধার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ জানুয়ারি ॥ অপহরণকৃত গাইবান্ধা সরকারী কলেজের ইংরেজী বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হককে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। ছাত্রলীগ গাইবান্ধা সরকারী কলেজ শাখা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ রনি, ছাত্রলীগ গাইবান্ধা সরকারী কলেজ শাখার সভাপতি আসিফ সরকার, শিক্ষার্থী জীবন নাহার সুলতানা, লিয়াকত আলী লেলিন, মিলাত রহমান, মিশু মিয়া, অপহরণকৃত সুমাইয়ার বাবা মোঃ সামছুল হক প্রমুখ। বক্তারা অপহরণকৃত গাইবান্ধা সরকারী কলেজের ইংরেজী বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হককে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পোশাক কারখানায় অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খাতুনগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘বড়মিয়া ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, ভোরে অগ্নিকা-ের খবরে বিভিন্ন স্টেশন থেকে ৫টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পুড়েছে কারখানার তৈরি পোশাক ও মালামাল। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য অন্তত ১০ লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কলাপাড়ায় বেহুন্দি জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ জানুয়ারি ॥ কলাপাড়ায় মৎস্য বিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সাগর মোহনা, রামনাবাদ ও আন্ধারমানিক নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা মূল্যের ২০টি বড় বেহুন্দি জাল জব্দ করে। এ সময় কালু দাস (৪৫) নামের এক জেলেকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়াছি উদ্দিন। বালু উত্তোলনকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ জানুয়ারি ॥ মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল (৩০) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দশানি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। নিহত রাসেল মোহনপুর ইউনিয়নের দশানি এলাকার রঞ্জু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে এক পক্ষ নদী থেকে বালু উত্তোলন করতে গেলে আরেক পক্ষ বাধা প্রদান করে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। বিপুল অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জানুয়ারি ॥ নাটোরে বিশেষ অভিযানে ৬ আগ্নেয়াস্ত্র, ৯টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ পাঁচ শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরের কানাইখালী এলাকার মৃত সাদেক শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী জেম, তার সহযোগী শহরের মল্লিকহাটি এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রেজাউল করিম প্রিন্স, বুলবুল প্রামাণিকের ছেলে শাকিল হোসেন ওরফে সজিব, রবিউল ও তার স্ত্রী নাজমা বেগম। ৯ ভূমিহীন পরিবারে হামলা অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ জানুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে খাসজমিতে ৪ আদিবাসীসহ ৯ ভূমিহীন পরিবারের টিনের চালাঘর ভাংচুর করে খড়ের স্তূপ ও গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঐ গ্রামের একটি খাস জমিতে কয়েকদিন আগে আদিবাসীসহ ৯টি ভূমিহীন পরিবার টিনের চালা দিয়ে ঘড়বাড়ি নির্মাণ কাজ শুরু করে। সোমবার রাতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ভূমিহীনদের মারপিট করে টিনের চালা গুঁড়িয়ে দেয়। এসময় দুই ভূমিহীন পরিবারের দু’টি খড়ের স্তূপ ও একজনের গোয়ালঘরে আগ্নিসংযোগ করা হয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ত্রিমোহনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইলিয়াস আহমেদ (৩৩) নিহত হয়েছে। তার বাবার নাম শমসের আলী কাচুয়া। তার বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে। বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে ইলিয়াস আহমেদ মোটরসাইকেলযোগে একাই ত্রিমোহনী বাজারের দিকে আসছিলেন। এ সময় রেলক্রসিংয়ে কাউনিয়া থেকে রমনাগামী একটি লোকাল ট্রেনের সামনে পড়লে তিনি ট্রেনচাপায় ঘটনাস্থলে নিহত হন। স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ জানুয়ারি ॥ সাঘাটা উপজেলায় স্কুলশিক্ষিকা মঞ্জুরী খাতুনকে (৩৬) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহাদত হোসেন ম-লকে (৪৪) ফাঁসির আদেশ দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রতেœশ্বর ভট্টাচার্য মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। ইবি’র প্রধান প্রকৌশলীকে ওএসডি ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংস্কার এবং উন্নয়নমূলক কাজে দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে ওএসডি করা হয়েছে। এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বিষয়টি তদন্তে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সদস্য সচিব ভারপ্রপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকৌশলী অফিসের কর্মকর্তা কে. এম আব্দুস সালামকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে।
×