ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন আজ

প্রকাশিত: ০৪:০৭, ১১ জানুয়ারি ২০১৭

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া বিকেলে তিনি শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন। সমারম্ভ বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। জানা যায়, প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর পোর্ট্রেট ম্যুরালের উচ্চতা ১৫ ফুট এবং প্রস্থ ১০ ফুট। পোর্ট্রেট ম্যুরাল হিসেবে এটি চট্টগ্রামে বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরাল। এটির প্লাটফর্ম মার্বেল পাথর, শ্বেত পাথর ও গ্রানাইট দ্বারা প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম এবং দেশের বৃহৎ পরিসরে স্থাপিত ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিউজিয়াম দুটি স্থাপন করা হয়েছে। এনাটমি মিউজিয়ামে বিভিন্ন প্রাণীর প্রায় ৬০টি কঙ্কাল, ৩০টি স্ট্যাফ (প্রাণীর দেহাবশেষ থেকে চামড়া আলাদা করে নতুন অবয়ব সৃষ্টির পর পুনরায় চামড়া দিয়ে মোড়ানো), রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষিত বিভিন্ন প্রাণীর প্রায় ৫০০ অঙ্গ-প্রত্যঙ্গ ও সহস্রাধিক হাড়, প্রাণীর মডেল ও সøাইড রয়েছে। ফিশারিজ মিউজিয়ামে মোট ৪২৫ প্রজাতির মৎস্য সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক ২২৫ ও স্বাদু পানির ২০০ প্রজাতির মাছের নমুনা রয়েছে। স্বাদু পানির মাছের নমুনাগুলো ময়মনসিংহ, খুলনা, চাঁদপুর, পাবনা, সিলেটের হাওড়াঞ্চল, কাপ্তাই লেক, হালদা ও কর্ণফুলী নদী থেকে সংগৃহীত। এছাড়াও ৩০টি শেল সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত প্রজাতির দিক থেকে এটি বাংলাদেশের বৃহৎ ফিশারিজ মিউজিয়াম। বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ জানুয়ারি ॥ ফরিদপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মেলায় ৩০টি স্টলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পগুলি তুলে ধরে। সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর। ঈশান ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামচুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন- ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ম-ল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবা আক্তার প্রমুখ। ওপেন হাউস ডে নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ জানুয়ারি ॥ সোনারগাঁ থানায় মঙ্গলবার বেলা ১১টায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান। অনুষ্ঠানে সোনারগাঁ থানার ওসি শাহ মঞ্জুর কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান কালাম, গাজী মুজিবুর রহমান, নাসিমা আক্তার, মোশারফ ওমর, জহিরুল হক, আরিফ মাসুদ বাবু, হামীম শিকদার শিপলু প্রমুখ।
×